ব্লগার ব্লগে যুক্ত করে নিন দারুন কিছু ক্যালেন্ডার ( Calendar ) !

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই ভালো ও অনেক সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের সাথে ব্লগার নিয়ে পোস্ট করবো । আমি কিছু দিন যাবত ব্লগার নিয়ে পোস্ট দিতে পারিনি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুন কিছু ক্যালেন্ডার ( Calendar )  আশাকরি বুজতেই পারছেন ক্যালেন্ডার ( Calendar )  এর কাজ কি হা তারিখ দেখা । তাহলে বিষয়টি খুব মজার বিষয় তাই না তাহলে চলুন দেখে নিন কিভাবে খুব সহজে আপনার ব্লগে একটি ক্যালেন্ডার ( Calendar )  যুক্ত করবেন ।







✔ কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন নীচের স্টেপ গুলো দেখে দেখে করুন একদম সোজা ।

১// আপনার ব্লগ লন ইন করুন ড্যাশবোর্ড থেকে Layout > Add a Gadget > HTML/Javascript এ ক্লিক করেcontent ঘরে নীচের যে স্টাইল পছন্দ সেই কোড গুলোকে কপি পেস্ট করুন ।








<!--Start Cuteki Calendar Widget v3--><center><div style="width:210px; height:262px; float: inherit;"><script language="javascript">var cutekiWidget=1; var cutekiLeng="en"</script><script type="text/javascript" language="javascript" src="http://www.cuteki.com/widgets/calendars/cuteki-calendar_v3.js"></script></div></center><!--End Cuteki Calendar Widget v3-->








<!--Start Cuteki Calendar Widget v3--><center><div style="width:210px; height:262px; float: inherit;"><script language="javascript">var cutekiWidget=2; var cutekiLeng="en"</script><script type="text/javascript" language="javascript" src="http://www.cuteki.com/widgets/calendars/cuteki-calendar_v3.js"></script></div></center><!--End Cuteki Calendar Widget v3-->



২// ব্যাস উপরের যে স্টাইল আপনার পছন্দ সেটি ব্যবহার করতে পারেন আপনার ব্লগে । সব শেষ Save এ ক্লিক করে বেরিয়ে আসুন ।


✔ তাহলে আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে জানাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال