জনপ্রিয় ব্লগ Labnol স্টাইল ফেসবুক লাইক বক্স ব্লগার ( ব্লগস্পট) ব্লগের জন্য !!

বন্ধুরা সবাই সালাম নিবেন । আসাকরি সবাই ভাল আছেন আমিও ভাল আছি । অনেক দিন পর পোস্ট করতে বসলাম আসাকরি আপনাদের আজকের এই পোস্ট ভাল লাগবে ও পছন্দ হবে । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ব্লগ Labnol স্টাইল ফেসবুক লাইক বক্স । Labnol ভারতের সব থেকে জনপ্রিয় একটি ব্লগ । তাহলে দেরি না করে নিচে থেকে দেম দেখে নিন এবং কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন দেখে নিন ।










কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন !! 

১// আপনার ব্লগ লগইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করে Add a Gadget এ ক্লিক করুন ।

২// এবার HTML/Javascript এ ক্লিক করে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।



<style>.wgFB{
width:320px;height:150px;border-radius:3px;position:relative;background-color:#f4f4f4;padding:5px 10px 15px 0;max-width:96%}.wgFB,.wgFB:before,.wgFB:after{background:#f4f4f4;border:1px solid #ccc}.wgFB:before,.wgFB:after{content:"";position:absolute;bottom:-3px;left:2px;right:2px;height:1px;border-top:none}.wgFB:after{left:4px;right:4px;bottom:-5px;box-shadow:0 0 2px #ccc}
</style><div class="wgFB"> <div style="height:160px;overflow:hidden"> <fb:like-box href="https://www.facebook.com/asobondhublog" data-width="340" data-height="189" data-show-faces="true" data-show-border="false" data-stream="false" data-header="false"></fb:like-box> </div></div><div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
  var js, fjs = d.getElementsByTagName(s)[0];
  if (d.getElementById(id)) return;
  js = d.createElement(s); js.id = id;
  js.src = "//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=549510788403215";
  fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));</script>



৩// Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবার আপনার ব্লগ ভিজিট করে দেখুন ।



উপরের কোড থেকে নীল রঙের Asobondhublog মুছে আপনার পেজ Url বসান ।



☞ বাস হয়েগেল Labnol স্টাইল ফেসবুক লাইক বক্স আপনার একদম ফ্রী । তাহলে আজকের মত এই পর্যন্ত কোন রকম সমস্যা হলে যানাবেন ।ভাল থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে আবার দেখা হবে । আল্লাহ্‌ হাফেজ ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. সুন্দর শেয়ার করার জন্য ধন্যবাদ।

    http://muhammadshuvo.blogspot.com

    উত্তরমুছুন
  2. Aslam Vai just ekta box ashe r kuno kichu tho ashe na.. :(

    উত্তরমুছুন
  3. ভাই আপনাকে অবশ্যই ফেসবুক ফ্যান পেজের ID যুক্ত করতে হবে :-s

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال