আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি আল্লাহ্ এর রহমতে খুব ভালো ও সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটি কাজের টিপস শেয়ার করবো যানিনা আপনারা এটা সম্পর্কে যানেন কিনা তবে মনে হয় টিপসটি আপনার কাজে আসবে । সাবডোমেইন ( Subdomain ) সেটা আশাকরি বুঝেই গেছেন । ধরেনিলাম আপনার একটি পেইড কাস্টম ডোমেইন আছে এখুন আপনি আপনার সেই পেইড কাস্টম ডোমেইন টিকে সাবডোমেইন ( Subdomain ) হিসাবেও ব্যবহার করতে পারবেন । আরও ভালো ভাবে বুঝতে ধরুন আমার ব্লগ www.asobondhu.com এটা আমার কাস্টম ডোমেইন এখুন আপনি আমার সেই কাস্টম ডোমেইন নাম দিয়েই একটি সাবডোমেইন ( Subdomain ) বানাতে পারবেন যেমনঃ demo.asobondhu.com এবার আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন দেখবেন অনেক জনপ্রিয় ব্লগ বা ওয়েবসাইট গুলো এইভাবে নিজের ব্লগ এর নাম দিয়ে সাবডোমেইন ( Subdomain ) তৈরি করে ব্যবহার করে । আপনিও পারবেন খুবি সহজ একটি বিষয় নীচের স্টেপ গুলো দেখুন । তবে আমি আজকে দেখাবো godaddy দিয়ে কিভাবে সাবডোমেইন ( Subdomain ) করবেন অন্য ডোমেইন কোম্পানি গুলোরও কাজ প্রয়াই একি শুধু ডোমেইন প্যানেল গুলো আলাদা এই র কি ।
☞ কিভাবে সাবডোমেইন ( Subdomain ) ব্যবহার করবেন !
১// প্রথমে আপনার ডোমেইন এ যান তারপর DNS Zone File এ ক্লিক করে Use Classic DNS Manager এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন
২// এবার আপনি যদি আপনার সাবডোমেইন ( Subdomain ) কে demo.asobondhu.com করতে চান তাহলে আপনি A (Host) অপশন থেকে Host এর ঘরে DEMO লিখুন বা আপনার ইছে মতো তারপর IP Points to ঘরে এই 216.239.32.21 IP টি লিখুন বা কপি পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন
৩// এবার সেভ করে বেরিয়ে আপনার ব্লগার ব্লগ লগইন করুন । ড্যাশবোর্ড থেকে Settings এ ক্লিক করে তারপর Basic এ ক্লিক করে Blog Address → + Setup a 3rd party URL for your blog এ ক্লিক করুন করুন তারপর আপনার ডোমেইন নামটি বসান মানে সাবডোমেইন ( Subdomain ) নামটি যেমনঃ demo.asobondhu.com তারপর ঘণ্টা খানিক অপেক্ষা করুন যদিও ৫ থেকে ১০ মিনিট এর মধ্যে হয়ে যাবে । আর হা অবশ্যই Save করার পর Edit এ ক্লিক করে Redirect বাটনে ক্লিক করে আবার সেভ করবেন । নীচের চিত্রে দেখুন ।
☞ ব্যাস হয়েগেল সাবডোমেইন ( Subdomain ) আশাকরি আপনাদের বুঝতে কোন সমস্যা হল না । কোন রকম সমস্যা হলে আমাকে যানাবেন আমি হেল্প করবো । আমার মনে হল এটা খুব দরকারি একটি বিষয় তাই শেয়ার করলাম পোস্টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না । আপনি সেম টিপস অনুযায়ী ফ্রী TK বা অন্য কোন ডোমেইন কোম্পানির ডোমেইন দিয়েও এই কাজ করতে পারবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
☞ ব্যাস হয়েগেল সাবডোমেইন ( Subdomain ) আশাকরি আপনাদের বুঝতে কোন সমস্যা হল না । কোন রকম সমস্যা হলে আমাকে যানাবেন আমি হেল্প করবো । আমার মনে হল এটা খুব দরকারি একটি বিষয় তাই শেয়ার করলাম পোস্টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না । আপনি সেম টিপস অনুযায়ী ফ্রী TK বা অন্য কোন ডোমেইন কোম্পানির ডোমেইন দিয়েও এই কাজ করতে পারবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
.ga ডোমেইনে কিভাবে করবো?
উত্তরমুছুনga বা tk বা ml ডোমেইন এর জন্য এই টিপস http://goo.gl/0PpzhH দেখুন বিস্তারিত দেওয়া আছে :)
মুছুন