বন্ধুরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো ও সুস্থ আছেন । আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটা ব্লগার টিপস । যার মাধমে আপনারা আপনার ব্লগে বেশি ভিজিট বাড়াতে পারবেন । online bangla radio এতে বাংলা দেশে সমস্ত চেনাল পাবেন । কোড টি পেতে নিচে অনুসরণ করুন ।
☞ কিভাবে এই ওয়েডগেট আপনার ব্লগে যুক্ত করবেন !.
১// আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।
২// এবার Add a gadget এ ক্লিক করুন তাহলে একটি পপ আপ বক্স আসবে সেখান থেকে HTML/Javascript ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন .
.
৩// Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন ।
<script language=javascript type="text/javascript" src="https://bdtechzone-dot-com.googlecode.com/files/bangla_OnliNE_radio.js"></script>
৪// এবার Save করুন আপনার কাজ শেষ এবার আপনার ব্লগে গিয়ে দেখুন ।
সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসবেন ।
তোমারই জন্য
☞ আমার এই পোস্ট আপনার ভাল বা কাজে আসলে শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে এবং কোন আসুবিধা হলে কমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করবো ।
তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনধনাবাদ ভাই আপনাকেও .
উত্তরমুছুন