বন্ধুরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো ও সুস্থ আছেন । আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটা ব্লগার টিপস । যার মাধমে আপনারা আপনার ব্লগে বেশি ভিজিট বাড়াতে পারবেন । online bangla radio এতে বাংলা দেশে সমস্ত চেনাল পাবেন । কোড টি পেতে নিচে অনুসরণ করুন ।
☞ কিভাবে এই ওয়েডগেট আপনার ব্লগে যুক্ত করবেন !.
১// আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।
২// এবার Add a gadget এ ক্লিক করুন তাহলে একটি পপ আপ বক্স আসবে সেখান থেকে HTML/Javascript ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন .
.

৩// Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন ।
<script language=javascript type="text/javascript" src="https://bdtechzone-dot-com.googlecode.com/files/bangla_OnliNE_radio.js"></script>
৪// এবার Save করুন আপনার কাজ শেষ এবার আপনার ব্লগে গিয়ে দেখুন ।
সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসবেন ।
তোমারই জন্য
☞ আমার এই পোস্ট আপনার ভাল বা কাজে আসলে শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে এবং কোন আসুবিধা হলে কমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করবো ।
তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনধনাবাদ ভাই, দারুন পোষ্ট। আশাকরি আমার এবং অন্যদের কাজে লাগবে।
উত্তরমুছুনচাইলে আমার নিজের তৈরি করা ব্লগটি ঘুরে আসতে পারেন। আর হ্যা ভাল লাগলে মন্তব্য করবেন। Techtunesu
ধনাবাদ ভাই আপনাকেও .
মুছুনধনাবাদ ভাই, দারুন পোষ্ট। আশাকরি আমার এবং অন্যদের কাজে লাগবে।
উত্তরমুছুনচাইলে আমার নিজের তৈরি করা ব্লগটি ঘুরে আসতে পারেন। আর হ্যা ভাল লাগলে মন্তব্য করবেন। Techtunesu