আপনার Windows XP আর Windows 7 কে বাংলা রুপ দিন ।

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো ও সুস্থ আছেন । আমাদের মাত্রি ভাষা বাংলা কিন্তু দুঃখের বিষয় যে, কম্পিউটার ব্যবহার করে অনেকে বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষা শিক্ষা করি। যাই হোক আমরা বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। সাভাবিক ভাবে এক্সপির ভাষা ইংলিশ হয়ে থাকে। যদিও বাজারে এক্সপির বাংলা সংস্কার পাওয়া যায়, তবে তা ইন্সটল করতে হয়। কিন্তু হিসাব করলে দেখা যাবে বেশির ভাগ ব্যবহারকারীই উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে পারেন না। অথবা কেউ সময়ের অভাবে ইন্সটল দিতে পারেন না। এ জন্য এক্সপির বাংলা সংস্কার ব্যবহার করতে পারেন না। এ সমস্যা এড়াতে আমি আজকে Microsoft তৈরি একটা সফটওয়ার সাথে পরিচয় করিয়ে দেব যার হতে আপনি Windows XP বাংলা রুপে দেখতে পারবেন ।







  • সফটওয়ারটি পেতে নিচে ডাউনলোড করুন



title_of_image




  • Windows 7 বাংলা রুপে পেতে নিচে অনুসরণ করুন ।





























  • Windows 7 এর বাংলা সফটওয়ারটি পেতে নিচে ডাউনলোড করুন



title_of_image



নোটঃ সফটওয়ারটি ডাউনলোড হয়েগেলে ইন্সটল করে কম্পিউটার Restart করে নিন। এবার দেখবেন এক্সপি বাংলা হয়ে গেছে।




সময় পেলে আমার ব্লগে  একটু ঘুরে আসবেন ।

তোমারই জন্য


☞ আমার এই পোস্ট আপনার ভাল বা কাজে আসলে শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে এবং  কমেন্ট করতে ভুলবেন না ।



☞ তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন  ধন্যবাদ।



একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال