আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে ব্লগার ব্লগার দারুন একটি মজার ও গুরুত্ব পূর্ণ টিপস শেয়ার করছি । বিশেষ করে যারা ব্লগার ব্লগ দিতে নতুন ব্লগ করেছেন তাদের খুবি কাজে আসবে । তাছাড়া যারা আমার মতো হাল্কা পাতলা ব্লগার জানেন তাদেরও কাজে আসতে পারে কারন আজকের টিপসটিতে সম্পূর্ণ আলাদা ভাবে ব্লগার ব্লগের ব্যাকগ্রাউন্ড এবং কালার কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখাবো । এই কাজটি করার জন্য আমাদের সিএসএস এর সাহায্য নিতে হবে চিন্তা নেই খুবি সোজা শুধু নিচের সাধারন টিপস গুলো একটু দেখুন আপনিও পারবেন ।
কিভাবে ব্লগার ব্লগের ব্যাকগ্রাউন্ড ফটো এবং কালার পরিবর্তন করবেন !
টিপস → ১
উপরের ট্যাগ খুজে পেলে তার ঠিক উপরে নিচের আপনার দরকার মতো কোড বসিয়ে দিন ।
১// আপনি যদি শুধু কালার পরিবর্তন করতে চান তাহলে নিচের কোড ব্যবহার করুন ।
নোটঃ উপরের কোড থেকে #fff মুছে আপনার কালার কোড দিন ।
২// আপনি যদি আপনার ব্লগার ব্যাকগ্রাউন্ড ফটো পরিবর্তন বা দিতে চান নিচের কোড ব্যবহার করুন ।
নোটঃ উপরের image.jpg মুছে সেখানে আপনি যে ফটো দিতে চান সেটি দিন ।
৩// আপনি যদি Horizontally স্টাইল দিতে চান তাহলে নিচের কোড ব্যবহার করুন ।
নোটঃ উপরের image.jpg মুছে সেখানে আপনি যে ফটো দিতে চান সেটি দিন ।
ব্যাস এবার আপনি Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি আপনি কাজটি করতে সফল হয়েছেন ।
টিপস → ২
উপরের টিপস অনুযায়ী সিএসএস দিয়ে কিভাবে ব্যাকগ্রাওউন্ড এবং কালার পরিবর্তন করবেন সেটা দেখান হল এবার দেখাবো কিভাবে আপনি আপনার থিমে থেকেই কাজটি করবেন । এর জন্য নিচের টিপস দেখুন ।
ব্যাকগ্রাউন্ড ফটো পরিবর্তনঃ
উপরের কোড পেলেই দেখবেন ( ফটো লিঙ্ক ) এর মধ্যে একটি লিঙ্ক আছে সেটা মুছে সেখানে আপনার ফটো দিয়ে দিন ব্যাস ।
ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনঃ
এবার সেখানে যে কালার কোড পাবেন যেমন #000000; এই রকম থাকে তাহলে সেটা মুছে সেখানে আপনার পছন্দের কালার কোড বসান ।
☞ ব্যাস হয়েগেল ব্লগার ব্লগের ব্যাকগ্রাউন্ড নিয়ে A to Z আশাকরি উপরের টিপস থেকে বুঝতে আপনাদের কোন সমস্যা হলনা যদি কোন রকম সমস্যা হয় নিচে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করতে চেস্ট করবো । তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো ও কাজে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।
কিভাবে ব্লগার ব্লগের ব্যাকগ্রাউন্ড ফটো এবং কালার পরিবর্তন করবেন !
টিপস → ১
- প্রথমে আপনার ব্লগার ব্লগ অ্যাকাউন্ট ওপেন করুন ।
- ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।
- এবার Edit HTML এ ক্লিক করে কীবোর্ড এর CTRL+ F প্রেস করুন ।
- এবার নিচের ট্যাগটি খুজে বের করুন ।
]]></b:skin>
উপরের ট্যাগ খুজে পেলে তার ঠিক উপরে নিচের আপনার দরকার মতো কোড বসিয়ে দিন ।
১// আপনি যদি শুধু কালার পরিবর্তন করতে চান তাহলে নিচের কোড ব্যবহার করুন ।
body {background:#fff!important;}
নোটঃ উপরের কোড থেকে #fff মুছে আপনার কালার কোড দিন ।
২// আপনি যদি আপনার ব্লগার ব্যাকগ্রাউন্ড ফটো পরিবর্তন বা দিতে চান নিচের কোড ব্যবহার করুন ।
body {background-image:url('image.jpg');}
নোটঃ উপরের image.jpg মুছে সেখানে আপনি যে ফটো দিতে চান সেটি দিন ।
৩// আপনি যদি Horizontally স্টাইল দিতে চান তাহলে নিচের কোড ব্যবহার করুন ।
body {background-image:url('image.jpg'); background-repeat:repeat-x;}
নোটঃ উপরের image.jpg মুছে সেখানে আপনি যে ফটো দিতে চান সেটি দিন ।
ব্যাস এবার আপনি Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি আপনি কাজটি করতে সফল হয়েছেন ।
টিপস → ২
উপরের টিপস অনুযায়ী সিএসএস দিয়ে কিভাবে ব্যাকগ্রাওউন্ড এবং কালার পরিবর্তন করবেন সেটা দেখান হল এবার দেখাবো কিভাবে আপনি আপনার থিমে থেকেই কাজটি করবেন । এর জন্য নিচের টিপস দেখুন ।
ব্যাকগ্রাউন্ড ফটো পরিবর্তনঃ
- প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এ যান ।
- এবার Edit HTML এ ক্লিক করে CTRL+F প্রেস করে নিচের কোডটি খুজুন ।
body{background:url
উপরের কোড পেলেই দেখবেন ( ফটো লিঙ্ক ) এর মধ্যে একটি লিঙ্ক আছে সেটা মুছে সেখানে আপনার ফটো দিয়ে দিন ব্যাস ।
ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনঃ
- প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এ যান ।
- এবার Edit HTML এ ক্লিক করে CTRL+F প্রেস করে নিচের কোডটি খুজুন ।
body{ background-color:
এবার সেখানে যে কালার কোড পাবেন যেমন #000000; এই রকম থাকে তাহলে সেটা মুছে সেখানে আপনার পছন্দের কালার কোড বসান ।
☞ ব্যাস হয়েগেল ব্লগার ব্লগের ব্যাকগ্রাউন্ড নিয়ে A to Z আশাকরি উপরের টিপস থেকে বুঝতে আপনাদের কোন সমস্যা হলনা যদি কোন রকম সমস্যা হয় নিচে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করতে চেস্ট করবো । তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো ও কাজে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।