আসসালামু অলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সাথে দারুন কাজের একটি সফটওয়্যার শেয়ার করবো আশাকরি আপনাদের ভালো লাগবে । পোস্ট শিরোনাম দেখেই অনেকে বুঝেগেছেন আমি ঠিক কি নিয়ে পোস্ট করছি , ঠিক ধরেছেন আজকে আমি আপনাদের সাথে Real Hide IP নিয়ে পোস্ট করবো । Real Hide IP এমন একটি সফটওয়্যার যারা দ্বারা আপনি আপনার পিসির IP এড্রেসকে হ্যাকর দের কাছে থেকে লুকিয়ে রাখতে পারবেন । যার ফলে আপনার পিসি হ্যাক হবারও কোন সম্ভবনা থাকবেনা । আজকে আমি আপনাদের সাথে দারুন একটি ক্র্যাকও শেয়ার করবো এই ক্র্যাক দিয়ে আপনি Real Hide IP এর যেকোনো ভার্সনকে ফুলভার্সন করতে পারবেন তাই এটার নাম Universal ক্র্যাক । তাহলে চলুন নিচে থেকে ডাউনলোড করে নিন এবং দেখে নিই কিভাবে ফুলভার্সন করতে হয় ।
কিভাবে ফুল ভার্সন করবেন !
ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে যান
কিভাবে ফুল ভার্সন করবেন !
- প্রথমে সফটওয়্যার ডাউনলোড করুন ইন্সটল করুন ।
- এবার আপনার ইন্টারনেট বন্ধ করে সফটওয়্যারটিকেও টাস্কবার থেকে বন্ধ করুন ।
- এবার ক্র্যাক ফাইল ডাউনলোড করে ওপেন করুন ।
- তারপর আপনার সফটওয়্যার অনুযায়ী ক্র্যাক বাটনে ক্লিক করুন ।
ব্যাস হয়েগেল আশাকরি কাজটি করতে কোন সমস্যা হলনা কোন সমস্যা হলে আমাকে যানাবেন আমি হেল্প করতে চেস্ট করবো ।
তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা নতুন কিছু নিয়ে পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।