আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের দারুন একটি মজার ও কাজের একটি ওয়েডগেট শেয়ার করতে যাছি আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লাগবে । আমাদের ওয়ার্ডপ্রেস স্টাইলের অনেক কিছুই পছন্দ হয় কিন্তু ব্লগার আমাদের সেই সব সুবিদা গুলো দেয়না তাতে কি ব্লগার যেগুল দেয় সেগুলও যেমন ওয়ার্ডপ্রেস দেয় । সে যাই হোক আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস স্টাইল এডমিন প্যানেল আপনার ব্লগের টপ মেনু আকারে দেখতে পাবেন সঙ্গে সুন্দর ভাবে কাজ করতে পারবেন এবং সহজে আপনার পোস্ট , কমেন্ট , ব্লগ এডিট করতে পারবেন । কি মজার বিষয় তাই না । তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নিন এটা দেখতে কেমন এবং এটা কিভাবে কাজ করে এবং আপনার ব্লগেই বা কিভাবে যুক্ত করবেন বিস্তারিত । :)
সময় বেশি থাকলে নিচে থেকে ডেমো দেখে নিতে পারেন এতে আপনি বিষয়টি বেশি ভালো করে বুঝতে পারবেন । :D
সময় বেশি থাকলে নিচে থেকে ডেমো দেখে নিতে পারেন এতে আপনি বিষয়টি বেশি ভালো করে বুঝতে পারবেন । :D
ওয়ার্ডপ্রেস স্টাইল এডমিন প্যানেল যুক্ত করবেন যেভাবে ঃ
- প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ।
- ড্যাশবোর্ড থেকে Template → Edit HTML এ ক্লিক করুন ।
- এবার আপনার কীবোর্ড এর CTRL + F প্রেস করে নিচের ট্যাগটি খুজুন ।
<body এটা না পেলে এটা <body>
- উপরের ট্যাগ এর ঠিক উপরে নিচের কোড গুলো কপি পেস্ট করুন ।
<span class='item-control blog-admin'>
<style>
.control-panel ul{z-index: 20; position: absolute; margin: 0px auto; background-color: #F6F6F6; width: 100%; }
.control-panel ul li{display: inline-block; float: left; padding: 7px 0px;}
.control-panel ul li a {color:#686868;padding: 7px 15px;border-right: 1px solid #E3E3E3;font-weight: bold;font-size: 13px;}
.control-panel a:hover {text-decoration:none; color:#2443FF;}
</style>
<div class='control-panel'>
<ul>
<li><a href='http://www.blogger.com/home'>My Blogs</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#editor/src=sidebar'>New Post</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#editor/target=page'>New Page</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#posts'>All Posts</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#comments'>Comments</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#pageelements'>Layout</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#templatehtml'>Edit HTML</a></li>
<li><a href='#' onclick='location.reload(true); return false;'>Refresh</a></li>
<li><a href='/' target='_blank'>New Tab</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#basicsettings'>Settings</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#overviewstats'>Stats</a></li>
<li><a href='http://www.blogger.com/logout.g'>Logout</a></li>
</ul>
</div>
</span>
- ব্যাস সব কাজ শেষ এবার Save Template এ ক্লিক করুন ।
এবার আপনার ব্লগ ভিজিট করুন আশাকরি কাজটি করতে আপনি সফল হয়েছেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত এই ধরনের নতুন কিছু আবারও দেখা হবে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । সমস্যা হলে নিচে কমেন্ট করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।