ওয়ার্ডপ্রেস স্টাইল এডমিন প্যানেল যুক্ত করুন আপনার ব্লগার ব্লগে !!

আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের দারুন একটি মজার ও কাজের একটি ওয়েডগেট শেয়ার করতে যাছি আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লাগবে । আমাদের ওয়ার্ডপ্রেস স্টাইলের অনেক কিছুই পছন্দ হয় কিন্তু ব্লগার আমাদের সেই সব সুবিদা গুলো দেয়না তাতে কি ব্লগার যেগুল দেয় সেগুলও যেমন ওয়ার্ডপ্রেস দেয় । সে যাই হোক আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস স্টাইল এডমিন প্যানেল আপনার ব্লগের টপ মেনু আকারে দেখতে পাবেন সঙ্গে সুন্দর ভাবে কাজ করতে পারবেন এবং সহজে আপনার পোস্ট , কমেন্ট , ব্লগ এডিট করতে পারবেন । কি মজার বিষয় তাই না । তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নিন এটা দেখতে কেমন এবং এটা কিভাবে কাজ করে এবং আপনার ব্লগেই বা কিভাবে যুক্ত করবেন বিস্তারিত । :)






সময় বেশি থাকলে নিচে থেকে ডেমো দেখে নিতে পারেন এতে আপনি বিষয়টি বেশি ভালো করে বুঝতে পারবেন । :D







ওয়ার্ডপ্রেস স্টাইল এডমিন প্যানেল যুক্ত করবেন যেভাবে ঃ


  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ।
  • ড্যাশবোর্ড থেকে Template → Edit HTML এ ক্লিক করুন ।
  • এবার আপনার কীবোর্ড এর CTRL + F প্রেস করে নিচের ট্যাগটি খুজুন ।


<body  এটা না পেলে এটা <body>


  • উপরের ট্যাগ এর ঠিক উপরে নিচের কোড গুলো কপি পেস্ট করুন ।



<span class='item-control blog-admin'>
<style>
.control-panel ul{z-index: 20; position: absolute; margin: 0px auto; background-color: #F6F6F6; width: 100%; }
.control-panel ul li{display: inline-block; float: left; padding: 7px 0px;}
.control-panel ul li a {color:#686868;padding: 7px 15px;border-right: 1px solid #E3E3E3;font-weight: bold;font-size: 13px;}
.control-panel a:hover {text-decoration:none; color:#2443FF;}
</style>
<div class='control-panel'>
<ul>
<li><a href='http://www.blogger.com/home'>My Blogs</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#editor/src=sidebar'>New Post</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#editor/target=page'>New Page</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#posts'>All Posts</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#comments'>Comments</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#pageelements'>Layout</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#templatehtml'>Edit HTML</a></li>
<li><a href='#' onclick='location.reload(true); return false;'>Refresh</a></li>
<li><a href='/' target='_blank'>New Tab</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#basicsettings'>Settings</a></li>
<li><a href='http://www.blogger.com/blogger.g?blogID=XXXXXXXXXXXXX#overviewstats'>Stats</a></li>
<li><a href='http://www.blogger.com/logout.g'>Logout</a></li>
</ul>
</div>
</span>



উপরের কোড থেকে XXXXXXXXXXXXX মুছে সেখানে আপনার ব্লগার ID বসান ব্লগার ID কোথাই পাবেন এর জন্য আপনার ব্লগার ব্লগ লগইন করুন এবার দেখুন নিচের ফটো এর মতো !






  • ব্যাস সব কাজ শেষ এবার Save Template এ ক্লিক করুন । 



এবার আপনার ব্লগ ভিজিট করুন আশাকরি কাজটি করতে আপনি সফল হয়েছেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত এই ধরনের নতুন কিছু আবারও দেখা হবে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । সমস্যা হলে নিচে কমেন্ট করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال