আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন ! আপনাদের দোয়াই এবং আল্লাহ্ এর রহমতে আমিও ভালো ও সুস্থ আছি । যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবহার করা একটি টেম্পলেট শেয়ার করবো । অনেকে ভাবছেন এখুন যেটা ব্যবহার করিছি সেটাই হবে কিন্তু না এটার আগে আমি একটা টেম্পলেট ব্যবহার করতাম যেটা অনেকেই আমার কাছে চেয়েছিল সেই সময় দিই নি কিন্তু বলেছিলাম সময় হলে ঠিক শেয়ার করবো । টেম্পলেট টা একদম ফ্রী সঙ্গে এটা দেখতেও খুব সুন্দর আমি অনেক দিন এই থিম আমার ব্লগে ব্যবহার করেছি যারা আমার ব্লগে নতুন তারা হয়ত দেখেন নি কিন্তু যারা পুরনো ভিজিটর তারা দেখেছেন সেই থিম । যাই হোক থিম এর নাম Estyle তাহলে এই জনপ্রিয় থিমটি ব্যবহার করতে চাইলে নিচে থেকে ডাউনলোড করে নিন ।
নিচে থেকে দেখে নিন থিম এর বিস্তারিত !
থিমটিতে অনেক সুন্দর সুন্দর ফিচার যুক্ত করা আছে অবশ্য কিছু কিছু ফিচার অ্যাড করা নেই সুগুল আপনাকে নিজে যুক্ত করে নিতে হবে ।
- 2 Column
- Right Sidebar
- White and Black Colors
- Top Navigation Menu
- Social Subscriptions Icons
- Stylish Custom search bar
- Jquery Main Navigation Animated Drop Down Menu
- Image Slider with Content & Thumbnail
- Auto Post Summaries with Images
- Social Bookmarking Widget Installed
- Related Posts Widget Installed
- Custom Designed Popular Posts Widget
- Custom Designed Follow by Email Widget
- Stunning Comments Section
- Auto Highlighted Author Comments
- Twitter Stream at Footer
- Animated Go to Top Button with Jquery
- 4 Column Footer Section
আপনি যদি একেবারে নতুন হন তাহলে থিম এডিট করতে সমস্যা হবে এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বল্প কিছুর বিনিময়ে থিমটি এডিট করে দিবো । তাছাড়া নিজে পারলে কোন কথাই নাই নিচে থেকে দেখে নিন ।
প্রথমে আপনার ব্লগার এডিট অপশনে ক্লিক করুন তারপর নিচে লাইনটি খুজে বের করুন ।
<!-- Main Menu -->
এবার উপরের লাইন এর নিচ থেকে সব মনের মতো এডিট করে নিন ।
এটার জন্য নিচের লাইন গুলো খুজুন তার আপনার পেজ এর URL বসিয়ে দিন ।
<!-- RSS URL -->
<!-- Twitter URL -->
<!-- Facebook URL -->
এটার জন্য নিচের লাইন গুলো খুজুন তারপর ইমেজ গুলো এবং Url টেস্ট গুলো এডিট করে আপনার দরকার মতো ইমেজ এবং Url বসিয়ে দিন ।
<!-- Image Element -->
<!-- Image Element Thumb -->
তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।
ভাই ধন্যবাদ ভালো টেমপ্লেট। আর প্লিজ বলবেন কি ব্লগের পোষ্ট কিভাবে ফেসবুক ফ্যান পেজে upload করা যায় অটোমেটি ভাবে।
উত্তরমুছুনধন্যবাদ ভাই । আমার ব্লগে সার্চ দিন এই নিয়ে একটা পোস্ট আছে !
মুছুনঅবশ্যই আছে কিন্তু সবাই পারে না ভাল কোডিং না জানলে পারবেন না ।
উত্তরমুছুনvai kivabe google adance diye earn kora jay aktu sikay diben
উত্তরমুছুনআমি নিজেই জানি না ভাই ! :v
মুছুন