আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ! আশাকরি সবাই ভাল ও সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের জন্য দারুন একটি এসইও ফ্রেন্ডলি ব্লগার থিম নিয়ে এলাম আশাকরি আপনাদের ভাল লাগবে । এই থিমও আগের থিম এর মত Mohammad Fazle Rabbi ডিজাইন করেছেন । ইদানিং আমিও তার থিম ছাড়া অন্য থিম পোস্ট করছি না । কারন তার ডিজাইন আমার খুব পছন্দের এবং আমার মনে হয় আপনাদেরও পছন্দ হছে । যাই হোক চাইলে নিচে থেকে এই থিমটি ব্যবহার করতে পারেন ।
থিম সম্পর্কে বিস্তারিত ঃ
টেম্পলেট নাম : - Shwapno
ডিজাইনার : - Mohammad Fazle Rabbi
টেম্পলেট সাপোর্ট : - ব্লগার / ব্লগস্পট
রিলিজ ডেট :- 18th November 2014
ওয়েবসাইট লিঙ্ক : - www.bloggerspice.com
লাইসেন্স : - Creative Commons Attribution 3.0
থিম ফিচার সমূহ !
- Responsive ডিজাইন ঃ থিমটি সম্পূর্ণ Responsive ডিজাইন করা আছে তাই আপনার ব্লগ ভিজিটর খুব সহজে আপনার ব্লগে যেকোনো ডিভাইস দ্বারা ভিজিট করতে পারবে ।
- আনলিমিটেড থিম রং পরিবর্তন ঃ সব মজার বিষয় হল এটাই আমি গাই বলেছি এই সুবিদা থাকাতে আপনি খুব অভিজ্ঞ না হলেও থিম এর কালার ইছে মত খুব সহজে পরিবর্তন করতে পারবেন ।
- Dropdown মেনুবার ঃ এটার বিষয়ে কি আর বলার আছে Dropdown মেনু স্টাইল টাও খুব সুন্দর দেওয়া হয়েছে যেটা আপনার পছন্দ হবেই ।
- রিলেটেড পোস্ট সমূহ ঃ সুন্দর একটি রিলেটেড পোস্ট ওয়েডগেট ব্যবহার করা হয়েছে যেটা হয়ত আপনি এর আগে কোন থিমেই দেখেন নি ।
- সোশ্যাল মিডিয়া আইকন ঃ খুব সুন্দর একটি সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করা হয়েছে ।
- সার্চ বক্স ঃ সুন্দর একটি সার্চ বক্স অ্যাড হয়েছে যেটা ব্যবহার করে খুব সহজে ভিজিটর আপনার ব্লগের পোস্ট খুজে পাবে ।
- Flicker ফটো গ্যালারী ঃ যদিও এটা খুব একটা গুরত নেই তবেও ভাল লাগে ।
- Page Navigation ঃ থিম এর সাথে মিল রেখে দারুন একটি Page Navigation- যুক্ত করা হয়েছে আশাকরি আপনাদের ভালই লাগবে ।
- ব্লগার এবং ফেসবুক কমেন্ট ট্যাব ঃ সব থেকে মজার একটি সিস্টেম অ্যাড করা আছে এটা চাইলেই আপনার ভিজিটর ব্লগার বা ফেসবুক থেকেও কমেন্ট করতে পারবে ।
- 3 Column ফুটার ঃ 3 Column ফুটার যুক্ত করা আছে যেটা অনেকের চাহিদা মেটাবে ।
- Font Awesome ঃ থিম টিতে Font Awesome ব্যবহার করা হয়েছে যেটা থিমটিকে আরও আকর্ষণীও করে তুলেছে ।
তাহলে আজকের মত এই পর্যন্ত কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব সমস্যার সমাধান দিতে ।
তাহলে আজকের মত এই পর্যন্ত এই রকম নতুন থিম ইত্যাদি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।