কিভাবে ফীডবার্নার ফীডকউন্ট ওয়েডগেট ব্লগার ব্লগে যুক্ত করবেন !!

আসসালামু আলাইকুম । আজকে আমি আপনাদের সঙ্গে খুবি মজার একটি টিপস শেয়ার করবো আপনারা যারা এসো বন্ধু ভিজিট করছেন তারা একটি জিনিস লক্ষ করেছেন ডান পাশে সাবস্ক্রাইব বক্সের মধ্যে একটি ফীডকউন্ট শো করে যেখানে কিছু সংখ্যা দেখা যাই সেটাকেই বলে ফীডকউন্ট FeedCount এটা সত্যি মজার আমিও নিজেই অনেক দিন থেকে ব্যবহার করছি । এখুন প্রশ্ন এটার কাজ কি এবং এটা কেন ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করা কি দরকার! তাহলে আমি এক কথাই উত্তর দেবো এটা ব্যবহার করবেন শুধু মাত্র সুন্দর দেখার জন্য এবং ভিজিটর ও এটা থেকে বুঝতে পারবে আপনার ব্লগ কতটা পপুলার যদি সেখানে বেশি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সেই ব্লগ সাইট এ বেশি ভিজিটর যার ফলে সেই ভিজিটর ও চাইবে একটা সাবস্ক্রাই করতে । আশাকরি সাবস্ক্রাইব কি সেটা আলাদা করে বলেদিতে হবে না । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে এই ওয়েডগেট ব্যবহার করবেন ।



feedburner




কিভাবে ফীডবার্নার ফীডকউন্ট ওয়েডগেট যুক্ত করবেন !



প্রথমে আপনি Feedburner অফিসিয়াল সাইটে যান এর জন্য এখানে ক্লিক করুন । এবার আপনি  সেখানে লগইন করুন তাহলে নীচের মত একটি পেজ আসবে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট যেটা অ্যাক্টিভ আছে সেটা সিলেক্ট করুন । নীচের চিত্রে দেখুন 



feedburner , feedcount




উপরের মত আপনার ফীড এ ক্লিক করলেই আর একটি নতুন পেজ আসবে সেখান থেকে Publicize এ ক্লিক করুন এবং সাইডবার থেকে FeedCount এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন 



feedburner feedcount



এবার মূল কাজের পেজ আসবে সেখানে থেকে আপনি Body কালার Text কালার পছন্দ মত সিলেক্ট করুন এবং নীচে Active এ ক্লিক করে Save এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন 



feedburner feedcount




উপরে ফটোর মত সব ঠিক ভাবে করলে তার উপরে একটি কোড বক্স পাবেন সেখানে কিছু কোড শো করবে সেগুলকে কপি করে নিন এবং আপনি যেখনে ফীডবার্নার সাবস্ক্রাইব বক্স অ্যাড করছেন সেই কোড এর নীচে এই কোড গুল বসিয়ে দিন । নীচের চিত্রে দেখুন



feedburner feedcount




তাহলে আজকের মত এই পর্যন্ত আশাকরি বুঝতে কোন রকম সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে নীচে কমেন্ট করুন । ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. I've a question to Aslam Parvez about How can I show my blogger custom template on mobile device without redirecting link??? I mean not turninig m=1 into m=0 on mobile devices..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার প্রশ্ন আমি সঠিক বুঝলাম না ! তবুও এই পোস্ট দেখতে পারেন - http://goo.gl/VcfJZC

      মুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال