ব্লগ ভিজিটর দের আনান্দ দিতে কিছু ফান ওয়েডগেট যুক্ত করুন আপনার ব্লগে !!

বন্ধুরা কেমন আছেন আশাকরি ভালও সুস্থ আছেন , যাই হোক আজকে টাইটেলে বলেছি ব্লগ ভিজিটর দের আনান্দ দিতে কিভাবে ওয়েডগেট ব্যবহার করুন হুম এটা সঠিক আজকে আমি আপনাদের সঙ্গে কিছু মজার ফান ওয়েডগেট শেয়ার করবো আমি আশাকরি আপনাদের ভাল লাগবে , এই সকল ওয়েডগেট এর অন্য কোন উপকার না থাকলেও ভিজিটরকে আপনার ব্লগে ধরে রাখতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের এই পোস্টে ।


blogger-fun-widget-2015



প্রথমে যেটা শেয়ার করবো সেটা হল কিছু চলমান মাছ : 


এই ওয়েডগেট টা ভীষণ মজাদার ব্যবহার করলেই বুঝতে পারবেন তাছাড়া নিচে ডেমো দেখুন এবং একটু খেলা করে নিন এবং ভাল লাগলে ব্লগে যুক্ত করুন :D


Live Demo 





এবার নিচে থেকে কোড গুল কপি করে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করে Content ঘরে পেস্ট করুন ।


<object type="application/x-shockwave-flash" style="outline:none;" data="http://cdn.abowman.com/widgets/fish/fish.swf?" width="300" height="200"><param name="movie" value="http://cdn.abowman.com/widgets/fish/fish.swf?"></param><param name="AllowScriptAccess" value="always"></param><param name="wmode" value="opaque"></param><param name="scale" value="noscale"/><param name="salign" value="tl"/></object>


এবার যেটা শেয়ার করবো সেটা আমি অনেক আগে প্রায় বছর ২ আগে শেয়ার করেছিলাম যাই হোক এটা একটু দারুন ফান কুকুর যাকে নিয়ে আপনি খুব মজা করতে পারবেন ঠিক মনে হবে এটা জ্যান্ত একটা কুকুর


Live Demo 




এবার নিচে থেকে কোড গুল কপি করে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করে Content ঘরে পেস্ট করুন ।


<object type="application/x-shockwave-flash" style="outline:none;" data="http://cdn.abowman.com/widgets/dog/dog.swf?3?" width="300" height="225"><param name="movie" value="http://cdn.abowman.com/widgets/dog/dog.swf?3?"></param><param name="AllowScriptAccess" value="always"></param><param name="wmode" value="opaque"></param><param name="bgcolor" value="FFFFFF"/></object>



বাস উপরের মধ্যে যেটা আপনার পছন্দ সেটাই আপনি আপনার ব্লগে ব্যবহার করুন আশাকরি কোন সমস্যা হবে না । তাহলে ভাল থাকবেন কোন রকম সমস্যা হলে কমেন্ট করুন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

5 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. (k) আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলাম ভাই।

    উত্তরমুছুন
  2. Vai bolage boro kori dakai na kano?
    ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভাই কি বড় করে দেখাই নাই ? সুধু মাত্র - width="300" height="225 এখাই দুই সাইজ ঠিক করলেই আপনার ব্লগে সব ঠিক ভাবে দেখা যাবে । তাছাড়া কি সমস্যা হচ্ছে একটু খুলে বলুন । ধন্যবাদ ।

      মুছুন
    2. thansk,, vai,,, apnar phone namber powoa jabi>>>

      মুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال