ব্লগার ব্লগের প্রতিটি পোস্টের নিচে ব্যবহার করুন নতুন স্টাইলের সোশ্যাল শেয়ারিং বাটন !

বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন স্টাইল সোশ্যাল শেয়ারিং ওয়েডগেট শেয়ার করবো এটা নতুন বললেও এটা কিন্তু অনেক পুরনো স্টাইল নতুন বন্ধুদের কাছে এটা নতুন মনে হবে । যাই হোক এটা খুব সুন্দর এবং এতে দারুন সব সোশ্যাল বাটন যুক্ত করা আছে ব্যবহার করে দেখুন আশাকরি ভাল লাগে । নতুন বন্ধুরা ভাবছেন এটা আবার কি এটা আসলে ভিজিটর দের জন্য ধরুন আপনার ব্লগ কেউ ভিজিট করছে এবং কোন পোস্ট সেই ভিজিটরের ভাল লাগল এখুন সে এই বাটন ব্যবহার করে আপনার ব্লগ পোস্ট বন্ধদের সঙ্গে শেয়ার করতে পারবে । আশাকরি বুঝতে পারলেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন ।


social-share-widget-for-blogger-blog
Social share Widget






কিভাবে যুক্ত করবেন সোশ্যাল শেয়ারিং বাটন :


  • আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন
  • ড্যাশবোর্ড থেকে Template → Edit HTML এ ক্লিক করুন
  • এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগ খুজুন

<data:post.body/>


উপরের ট্যাগ আপনার থিমে অনেক বার পাবেন কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বার যে টা পাবেন তার ঠিক নিচে নিচের কোড গুল কপি করে পেস্ট করে দিন ।


<div class='post-footer'>
<div class='sharebuttons' style='margin-bottom:4px;'>
<span style='font-style: normal; font-size: 15px; color:#10AEE8; font-family:Georgia,Times New Roman,Trebuchet MS; '>IF YOU LIKED THIS ARTICLE,TAKE A FEW SECONDS TO SHARE THIS</span>        <div class='addthis_toolbox addthis_default_style addthis_32x32_style'>
<a class='addthis_button_preferred_1'/>
<a class='addthis_button_preferred_2'/>
<a class='addthis_button_preferred_3'/>
<a class='addthis_button_preferred_4'/>
<a class='addthis_button_preferred_6'/>
<a class='addthis_button_preferred_7'/>
<a class='addthis_button_preferred_8'/>
<a class='addthis_button_preferred_9'/>
<a class='addthis_button_preferred_10'/>
<a class='addthis_button_preferred_11'/>
<a class='addthis_button_preferred_5'/>
<a class='addthis_button_pdfmyurl'/>
<a class='addthis_button_compact'/>
<a class='addthis_counter addthis_bubble_style'/>
<br/>
<br/>
</div>
  <script src='http://s7.addthis.com/js/300/addthis_widget.js#pubid=ra-53f7fc4631e54138' type='text/javascript'/>
</div>
</div>


  • এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন ।

উপরের কোড থেকে হাইলাইট লিখা মুছে সেখানে আপনার লিখা দিতে পারেন তাছাড়া বেশি কিছু এডিট করতে যাবেন না ।


ওয়েডগেট এর জন্য অনেক ধন্যবাদ Addthis কে এটা সম্পূর্ণ মডিফাই করা হয়েছে ।

তাহলে আজকের মত এই পর্যন্ত কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন , পোস্টটি ভাল লাগলে বন্ধদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Nice. :D

    www.bditcorner.blogspot.com

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ রাব্বি ভাই । আপনার জন্য এত দূর ! আশাকরি আপনার সাপোর্টে নিজে কিছু করতে পারব :)

      মুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال