বন্ধুরা ইতি মধ্যে এই হোয়াটসঅ্যাপ নিয়ে আমি এই ব্লগে একাধিক পোস্ট করেছি কিন্তু সেগুল সব বিকল্প পদ্ধতি ছিল কিন্তু আজকে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা অফিসিয়ালি ভাবে WhatsApp ঘোষণা দিয়েছে যে এখুন থেকে গুগল ক্রম , মজিলা ফাইরফক্স ও অপেরা এই তিনটি ওয়েব ব্রাউজারে দিয়ে পিসিতে WhatsApp চালানো যাবে । তাই আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি এই সুবিধাটি উপভোগ করবেন তবে হা এটার জন্য একটা এনড্রয়েড মোবাইল অবশ্যই দরকার কারন এটা ব্যবহার করার জন্য একটি QR কোড স্ক্যান করতে হবে তবেই এটা ব্যবহার করা সম্ভব হবে । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন ।
পিসিতে WhatsApp ব্যবহার করার জন্য যা করতে হবে :
প্রথমে আপনি আপনার গুগল ক্রম , মজিলা ফাইরফক্স ও অপেরা ব্রাউজার ওপেন করুন এবং সেখানে এবং এই ক্লিক ক্লিক করুন web.whatsapp.com তাহলেই একটি নতুন পেজ আসবে এবং সেখানে একটি QR কোড থাকবে ঠিক নিচের চিত্রের মত -
এবার আপনার এনড্রয়েড মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন এবং সেটিং থেকে Whatsapp Web এ ক্লিক করুন ঠিক নিচের চিত্রের মত -
ব্যাস উপরের মত ক্লিক করলেই একটি ক্যামেরা ওপেন হবে আপনার মোবাইলে এখুন আপনার মোবাইল টিকে সব উপরে যে QR কোড পেয়েছেন আপনার ওয়েব ব্রাউজারে তাতে ধরুন ঠিক নিচের চিত্রের মত করে -
ব্যাস কিছুটা সময় এই ভাবে ধরে রাখুন স্ক্যান হলেই আপনার পিসি ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওপেন হবে এবং আপনার মোবাইলে দেখাবে Logged in Computer চিত্রে দেখুন -
ব্যাস দেখলেন তো কত সহজ কাজ এখুন আপনি আপনার পিসিতে চালান ঠিক আমার মত দেখুন আমিও চালাছি ঠিক এই ভাবেই আপনার পিসিতেও আসবে -
আশাকরি উপরের টিপস থেকে আপনাদের বুঝতে কোন রকম সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন , আর পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।