কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন ! নতুনদের জন্য কাজের !!

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন , যাই হোক আজাকে আমি আপনাদের সঙ্গে ব্লগার এর দারুন একটি ফিচার সম্পর্কে পরিচয় করাবো আশাকরি আপনাদের কাজে আসবে সঙ্গে উপকারও হবে বিশেষ করে নতুন বন্ধুদের । ড্রাফ্‌ট বলে একটা অপশন আপনি অবশ্যই পোস্ট অপশনে দেখেছেন কিন্তু যানেন না এটার আসলে কাজ কি ? আসলে এই ড্রাফ্‌ট হল একটা পোস্টকে পাবলিশ করার পর আবারও নতুন অবস্থাই নিয়ে যাওয়া বা পোস্টকে স্থগিত করা অনেক সময় দেখবেন ব্লগার আপনার কোন একটা পোস্টকে ড্রাফ্‌ট করে দিয়েছে কারন সেই পোস্ট এ কোন সমস্যার কারন এখুন আপনি চাইলে সেই ভাবে আপনার কোন পোস্টকে ড্রাফ্‌ট করে রাখতে পারবেন ।



কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন ! নতুনদের জন্য কাজের !!


এখুন প্রশ্ন কেন ড্রাফ্‌ট করবেন খুব সহজ প্রশ্ন আসলে আপনি কোন একটি পোস্ট করে পাবলিশ করে দিবেল কিন্তু পাবলিশ করার পর দেখলেন আপনার পোস্টে কোন ভুল আছে বা অন্য কোন সমস্যা আছে যদিও অনেক সমস্যা এডিট অপশন দ্বারাই করা যাই তবে কিছু কিছু অপশন আছে যেগুল ড্রাফ্‌ট ছাড়া করা সম্ভব না । যেমন Permalink যদি আপনি দিতে ভুলে যান তাহলে সেটা আপনি এডিট অপশন ব্যবহার করে দিতে পারবেন না এর জন্য আপনাকে ড্রাফ্‌ট করতেই হবে পোস্ট টিকে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করবেন -


কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন !


প্রথমে আপনার যে পাবলিশ বা প্রকাশিত পোস্টটিকে ড্রাফ্‌ট করতে চান সেটার পাশে দেখুন একটি বক্স আছে তাতে ক্লিক করুন এবং ঠিক উপরে Revert to draft বাটনে ক্লিক করুন তাহলে দেখুন পোস্ট এর পাশে Draft লিখা আছে এবং আপনার ব্লগ দেখুন পোস্টটি আর নেই

কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন ! নতুনদের জন্য কাজের !!


দ্বিতীয় পধতি বলতে পারেন উপরের ভাবেই করতে পারবেন আবার চাইলে পোস্ট এর মধ্যে প্রবেশ করেও করতে পারবেন এর জন্য আপনি Edit এ ক্লিক করে পোস্ট এর মধ্যে প্রবেশ করুন এবং সেখানে দেখুন Update এ পাশে Revert to draft নামে একটি অপশন আছে তাতে ক্লিক করুন

কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন ! নতুনদের জন্য কাজের !!


এখুন আপনি যেসকল পোস্টকে ড্রাফ্‌ট করলে সেগুল আপনি আপনার পোস্ট অপশন এর মধ্যে Draft এ দেখতে পাবেন

কিভাবে ব্লগার পোস্টকে ড্রাফ্‌ট ( Draft ) হিসাবে সেভ করবেন ! নতুনদের জন্য কাজের !!



তাহলে আশাকরি বুঝতে পেরেছেন না বুঝার কিছুই নেই তবুও কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । পোস্টটি উপকারে আসলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال