আসসালামু আলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সঙ্গে দারুন একটি রেসপন্সিভ এবং এস ই ও ফ্রেন্ডলি নতুন ব্লগার টেম্পলেট শেয়ার করবো আমি আশাকরি আপনাদের ভাল লাগবে । থিমটি একদম নতুন ২০১৫ এর সঙ্গে অসাধারন সব ফিচার আছে যেমন ৩ ডি ইফেক্ট আছে ইত্যাদি ইত্যাদি । আপনি ডেমো দেখলে অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করবেন । বর্তমান সময়ে মোবাইল ফ্রেন্ডলি সাইট এর খুব চাহিদা সেই জন্য এটা রেসপন্সিভ ডিজাইন করা হয়েছে নতুন দের এস ই ও নিয়ে ভাবতে হবে না এটা SEO ফ্রেন্ডলি । সব থেকে মজার বিষয় এটা ফ্রী , তাহলে দেরি না করে নিচে থেকে ডাউনলোড করে নিন ।
উপরে থেকে লাইভ ডেমো দেখে নিন পছন্দ হলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করেনিন । তার আগে নিচে থেকে দেখে নিন কি কি ফিচার থাকছে থিম এর সঙ্গে ।
যে সকল ফিচার আছে থিমের সঙ্গে
- প্রথম যেটা দরকার SEO ফ্রেন্ডলি সেটা আছে
- বর্তমান সঙ্গে মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই দরকার তাই এটা রেসপন্সিভ ডিজাইন করা
- অসাধারন একটি মেনু বার আছে যেখানে ড্রপডাউন যুক্ত আছে
- 3D স্টাইল Read more বাটন যা আপনি এর আগে দেখেননি
- দারুন একটি রিলেটেড পোস্ট ওয়েডগেট
- সুন্দর একটি সোশ্যাল শেয়ার ওয়েডগেট
- পুরো থিমে অসাধারন সব সিএসএস ইফেক্ট
- এছাড়াও আরও সুন্দর সুন্দর ওয়েডগেট দরকারি সব কিছু আছে
উপরের ফিচার গুল যুক্ত আছে একটি ফ্রী থিমে এর থেকে আর কি চাই । আশাকরি আপনাদের পছন্দ হবে এবং আপনি আপনার ব্লগে ব্যবহার করবেন ।
পোস্টটি এবং টেম্পলেট টি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কেমন লাগল সেটাও কমেন্ট করে যানাতে ভুলবেন না ।
Tags
টেম্পেলেট