আপনার ব্লগার ব্লগে যুক্ত করুন মেঘ গর্জন সঙ্গে বৃষ্টি ইফেক্ট ।

প্রতিদিন বৃষ্টি হচ্ছে ভাবছিলাম এই মেঘ বৃষ্টি নিয়ে পোস্ট করলে কেমন হয় যাই হোক খুজতে খুজতে পেয়েগেলাম এক অসাধারন ইফেক্ট ভেবেছিলাম সুধু বৃষ্টি ইফেক্ট নিয়েই পোস্ট করবো কিন্তু দেখি এত মেঘ না চাইতেই জল বৃষ্টি ইফেক্টের সঙ্গে অসাধারন মেঘ গর্জন সাউন্ড ও আছে । যাই হোক সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম কি এই ব্লগার ইফেক্ট দেখতে খুব মন চাইছে ঠিক আছে নিচে থেকে ডেমো বাটনে ক্লিক করে ডেমো দেখেনিন আশাকরি আপনাদের ভালই লাগবে :) । তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি নিচে থেকে দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগে এই ইফেক্ট ব্যবহার করবেন ।




CSS সোশ্যাল শেয়ার বাটন ব্লগস্পট ব্লগে ব্যবহার করুন ।

কিভাবে আপনার ব্লগে এই বৃষ্টি ইফেক্ট সঙ্গে মেঘ গর্জন যুক্ত করবেন !


  • প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন
  • ড্যাশবোর্ড থেকে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করুন
  • এবার নিচের কোড গুল ফাকা ঘরে বসিয়ে দিন টাইটেল ঘর ফাকা রাখুন

<div style="display:none;"><script type="text/javascript" src="http://blogparts.giffy.me/0117/parts.js"></script><p style="text-align: center;margin:0;padding:0;"><a href="http://giffy.me/baby/"><img style="border:0;" src="http://blogparts.giffy.me/0117/parts.gif" alt=";" /></a></p><p style="text-align:center;font-size:12px;margin:10px 0 0 0;padding:0;">[PR] <a href="http://typing.twi1.me/" rel="nofollow">Just For Fun</a></p></div><iframe allowtransparency='true' frameborder='0' marginheight='0' marginwidth='0' scrolling='no' src='http://axecodes.blogspot.com/p/rain.html' style='height:0; width:0;'></iframe>


Save এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ চেক করুন আশাকরি আপনি ইফেক্ট দেখতে পারছেন এবং আপনার পিসি সউন্ড সিস্টেম চালু করুন দেখুন মেঘ গর্জনের শব্দ শুনতে পাবেন । আশাকরি আজকের এই ওয়েডেট আপনাদের ভাল লেগেছে ।


তাহলে আজকের মত আজকের এই পোস্ট আপনাদের কেমন লাগল নিচের লাইক আনলাইক বাটনে ক্লিক করে জানাতে পারেন । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করেও জানাতে পারেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।



এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال