CSS স্টাইল Contact Form - যোগাযোগ ওয়েডগেট ব্লগস্পট ব্লগের জন্য !!

আমারা বাংলাই যোগাযোগ ওয়েডগেট এবং ইংরেজিতে Contact Form বলি যাকে সেটা নিয়েই আজকের পোস্ট । এই Contact Form নিয়ে আমি বেশ কিছু পোস্ট করেছি তবে আজকের স্টাইল সেগুলোর থেকে ভিন্ন এবং এটা সম্পূর্ণ নতুন স্টাইল আপনি দেখলেই বুঝতে পারবেন । এটা সম্পূর্ণ সিএসএস CSS দ্বারা করা হয়েছে । যোগাযোগ ওয়েডগেট একটা ব্লগ বা ওয়েবসাইটে থাকে খুবি জরুরি ভিজিটর দের ভাল সার্ভিস দেওয়া নই আপনি যদি গুগল অ্যাডসেন্স এ আবেদন করেন তারা এই সব বিসয়ের দিকে যথস্ট লক্ষ রাখে তাছাড়া আপনি কোন প্রফেশনাল কাজ করলে আপনাকে এই ওয়েডগেট অবশ্যই ব্যবহার করতে হবে । তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ব্যবহার করবেন ।


CSS স্টাইল Contact Form - যোগাযোগ ওয়েডগেট ব্লগস্পট ব্লগের জন্য !!



লাইভ ডেমো দেখা হয়েগেলে এবার নিচে থেকে দেখে নেওয়া যাক কিভাবে এই যোগাযোগ ওয়েডগেট আপনার ব্লগার ব্লগে যুক্ত করবেন । খুব সহজ নিচের সাধারন স্টেপ গুল দেখুন

CSS স্টাইল Contact Form - যোগাযোগ ওয়েডগেট ব্লগস্পট ব্যবহার নিয়ম :


  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন
  • এবার Edit HTML এ ক্লিক করুন এবং কীবোর্ডের CTRL+F প্রেস করুন
  • নিচের ট্যাগটি খুজে বের করুন

]]></b:skin>

  • উপরের ট্যাগের ঠিক উপরে নিচের সিএসএস কোড গুল বসিয়ে দিন

#ContactForm1_contact-form-name, #ContactForm1_contact-form-email{
width:300px;height:auto;margin:5px auto;padding:10px;background:#fff;color:#666;border:1px solid #e9e9e9;transition:all 1s ease-in-out;}
#ContactForm1_contact-form-email-message{width:450px;height:175px;margin:5px 0;padding:10px;background:#fff;color:#666;font-family:'Droid Sans',sans-serif;border:1px solid #e9e9e9;transition:all 1s ease-in-out;}
#ContactForm1_contact-form-name:focus, #ContactForm1_contact-form-email:focus, #ContactForm1_contact-form-email-message:focus{outline:none;border:1px solid #c8c8ad;background:lightyellow;color:#444;}
#ContactForm1_contact-form-submit {font-family:'Ruda';float:left;border-radius:3px;
background:#2D94CA;color:#fff;margin:10px auto;vertical-align:middle;cursor:pointer;
padding:10px 18px!important;font-weight:700;font-size:15px;text-align:center;text-transform:uppercase;letter-spacing:0.5px;border:double #fff;transition:all 0.4s ease-out;}
#ContactForm1_contact-form-submit:hover {background:#0C1316;}
#ContactForm1_contact-form-error-message, #ContactForm1_contact-form-success-message{
width:450px;margin-top:35px;}
#ContactForm1{display:none;}


এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগার ড্যাশবোর্ড থেকে Pages অপশনে ক্লিক করুন এবং একটি নতুন পেজ নিন এবং সেখানে HTML ট্যাবে ক্লিক করে নিচের কোড গুল সেখানে বসিয়ে দিন


 <div id="contact_wrap">
<h3>
Contact Us</h3>
<form name="contact-form">
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><i class="fa fa-user" style="color: #dc843d;"></i> Name</span><br />
<input id="ContactForm1_contact-form-name" name="name" size="30" type="text" value="" />  <br />
<br />
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><i class="fa fa-envelope" style="color: #fbe213;"></i> Email Address <span style="color: red; font-weight: bolder;">*</span></span> <br />
<input id="ContactForm1_contact-form-email" name="email" size="30" type="text" value="" />  <br />
<br />
<span style="font-family: Helvetica Neue, Arial, Helvetica, sans-serif;"><i class="fa fa-pencil-square-o" style="color: #2398e2;"></i> Content <span style="color: red; font-weight: bolder;">*</span></span><br />
<textarea cols="25" id="ContactForm1_contact-form-email-message" name="email-message" rows="5"></textarea> <br />
<input id="ContactForm1_contact-form-submit" type="button" value="Send" />  <br />
<div style="max-width: 222px; text-align: center; width: 100%;">
<div id="ContactForm1_contact-form-error-message">
</div>
<div id="ContactForm1_contact-form-success-message">
</div>
</div>
</form>
</div> 


এবার কাজ প্রায় শেষ তবে এটা স্টাইল মানে যোগাযোগ ওয়েডগেট এর ডিজাইন এর কাজ দেখুন এটা কাজ করবেন না , এরা জন্য আপনাকে যা করতে হবে -

  • আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ড থেকে Layout → Add a Gadget এ ক্লিক করুন 
  • এবার যে পেজ আসবে সেখান থেকে More Gadgets এ ক্লিক করুন 

এবার দেখুন সব উপরে Contact Form নামে একটি অপশন আছে সেখানে যেকোনো স্থানে Save করে নিন , ভয় পাবেন না এটা আপনার ব্লগে দেখা যাবে না কারন আগেই আমারা নিচের কোড ব্যবহার করে নিয়েছি সিএসএস কোড এর সঙ্গেই ।

 #ContactForm1{display:none;}

যাই হোক কাজ শেষ এবার আপনি এই যোগাযোগ পেজকে আপনার ব্লগ টেম্পলেট এর যেকোনো স্থানে ব্যবহার করতে পারেন এর জন্য সুধু মাত্র লিঙ্ক কপি করুন এবং ব্যবহার করুন ।


তাহলে আসাকরি বুঝতে কোন রকম সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের কেউ কমেন্ট করে জানাতে পারেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

1 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال