Vienna Lite 2 দারুন একটি রেস্পন্সিভ ডিজাইন ব্লগার ফ্রী থিম নিয়ে এলাম আপনাদের জন্য আশাকরি থিমটি আপনাদের পছন্দ হবে এবং নিজ নিজ ব্লগে ব্যবহার করবেন। আশাকরি বর্তমান ফ্রী থিম পাওয়া খুবি কষ্টের পেলেও সেগুল খুব একটা ভাল মানের হচ্ছে না। আর মোটামোটি থিম হলেও সেগুল পেইড হিসাবেই পোস্ট হচ্ছে। তবে আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা সম্পূর্ণ ফ্রী ভার্সন তবে ফুটার ক্রেডিট লিঙ্ক যুক্ত করা আছে এবং সেটা লক আছে তবে চিন্তা নেই লক রিমুভ করতে এই পোস্ট দেখুন "কিভাবে ব্লগার পেইড থিমের লক ফুটার ক্রেডিট লিঙ্ক রিমুভ করবেন" যাই হোক Vienna Lite 2 টেম্পলেট টি ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনার ব্লগার ব্লগে ব্যবহার করতে পারেন।
Vienna Lite 2 থিম ফিচার সমূহ :
ফিচার | হ্যাঁ অথবা না |
---|---|
১০০% রেস্পন্সিভ ডিজাইন | হ্যাঁ পরীক্ষা করুন |
ইচ্ছে মত কালার পরিবর্তনের সুবিদা | হ্যাঁ |
SEO ফ্রেন্ডলি | হ্যাঁ |
দ্রুত লোড | হ্যাঁ পরীক্ষা করুন |
সুন্দর একটি সোশ্যাল শেয়ার বাটন | হ্যাঁ |
অসাধারন হেডলাইন ওয়েডগেট | হ্যাঁ |
2 Column Grid স্টাইল | হ্যাঁ |
অসধারন সিএসএস মেনু বার | হ্যাঁ |
সুন্দর একটি সার্চ বক্স | হ্যাঁ |
Smileys কমেন্ট বক্সের সঙ্গে | হ্যাঁ |
প্রতিটি পোস্টের নিচে লেখক বক্স | হ্যাঁ |
রিলেটেড পোস্ট সঙ্গে ফটো | হ্যাঁ |
Font Awesome 4.3.0 লেটেস্ট ভার্সন | হ্যাঁ |
Ads Banner রেডি | হ্যাঁ |
টপ মেনু যুক্ত করা আছে | হ্যাঁ |
উপরে ফিরুন বাটন | হ্যাঁ |
সুন্দর একটি কাস্টম যোগাযোগ ওয়েডগেট | হ্যাঁ |
কিভাবে থিম এডিট করবেন তার গাইডলাইন | হ্যাঁ |
নিচে থেকে থিম ডেমো ও পছন্দ হলে ডাউনলোড করেন
তাহলে আজকের মত এই পর্যন্ত থিমটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কেমন লাগল নিচে কমেন্ট করে যানাতে ভুলবেন না । আর হ্যাঁ আপনাদের ডাউনলোড এর সুবিদার জন্য থিমের মূল লিঙ্ক পরিবর্তন করে নতুন লিঙ্ক দিয়েছি । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম।
Tags
টেম্পেলেট
আপনার এই সাইটের থিম টা দেন তো
উত্তরমুছুন