আমরা যারা ফেসবুক, WhatsApp ব্যবহার করি তারা কম বেশি সবাই স্ট্যাটাস দিয়ে থাকি, কেউ ফেসবুকে দিয়ে থাকি কেউ বা WhatsApp এ দিয়ে থাকি। কিন্তু নতুন নতুন স্ট্যাটাস পাওয়া তো খুব সহজ কাজ নয় তাই আজকে আমি আপনাদের জন্য এমন কিছু রোম্যান্টিক ভালোবাসার স্ট্যাটাস নিয়ে এলাম যেগুলো আপনি আপনার ফেসবুক কিংবা WhatsApp স্ট্যাটাস এ ব্যবহার করতে পারবেন।
আজকে যতগুলো স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করার হবে সব ভালোবাসা নিয়ে এর মধ্যে কিছু দুঃখের স্ট্যাটাস ও পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক।
রোম্যান্টিক কিছু ভালোবাসার স্ট্যাটাস
১। সত্যি কথা হলো,
আমারা যাকে পাবোনা
যে আমাদের ভাগ্যে নেই
তাকেই আমারা মন প্রান দিয়ে
ভালোবাসি।
২। অভিমান করে হয়তো
বলি তুমি
আমাকে আর ফোন
করবে না ।
কিন্তু ঠিকই মোবাইল
হাতে নিয়ে
তোমার ফোনের জন্য অপেক্ষা করি।
৩। দুঃখ এটা নয় যে
আমি তোমাকে পাবনা,
কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবোনা।
৪। তুমি
জানতে চাও তাই না
আমি কাকে ভালোবাসি
তাহলে প্রথম শব্দটি
আবার পড়ো।
৫। আমি কিছু চাইনা
শুধু চাই তোমার হৃদয়ে
একটু জায়গা
যেখানে থেকে আমি
সারাজীবন
তোমাকে ভালবেসে যেতে চাই ।
৬। চাইলে সব
অনুভূতি
প্রকাশ করা
যায় না।
চাইলে সব
পরিনিতি মনের মত
হয় না ।
৭। কি করে বোঝাই
আমি তোমাকে কতো
করে চাই
তোমার কথা মনে এলে
নিজেকে হারাই।
৮। জানিনা কেন এত ভাবি শুধু তোমায়
জানিনা কেন এত মনে পড়ে তোমায়
জানিনা কেন এত দেখতে ইচ্ছে করে তোমায়
শুধু জানি আমার এই অবুঝ মন
অনেক ভালোবাসে তোমায়
৯। আমি ছিলাম
আমি আছি
আমি থাকবো
শুধু তোমারই জন্য
১০। তোমারে যে
চাহিয়াছে
একদিন
সে জানে
তোমারে ভূলা
কতটা কঠিন...
১১। আজ থেকে
শুরু হলো নতুন
অভিযান
হেরেও হারিনি আমি
করবই প্রমাণ।
১২। "তুই স্মৃতির শহরেই না হয় থেকে যা"
"আজীবন তা নিয়েই কাটিয়ে দিবো আমি"
১৩।তোকে ভোলার ক্ষমতা
আমার সত্যি নেই
হাজার কষ্টের মাঝেও
শুধু তোকেই মনে পড়ে...
১৪। সুখে থাকার
প্রতিশ্রুতি দেওয়া মানুষ গুলোই
একদিন সব থেকে বেশি দুঃখ দিয়ে যাই।
১৫।কষ্টের মাঝেও সুখ খুজে চাই,
যখন তুই কাছে থাকিস।
দুঃখের মাঝেও সুখ খুজে পাই
যখন তুই ভালোবাসি বলিস।
১৬।তুমি কি জানো?
তোমার মনেই
আমার বসবাস...
১৭। জানি থাকবে না তুমি
চিরকাল আমার হয়ে
তবু আজও স্বপ্ন দেখি
শুধু তোমায় ঘিরে।
১৮। তোকে ভোলার ক্ষমতা
আমার সত্যি নেই
হাজার কষ্টের মাঝেও শুধু তোকেই
মনে পড়ে...
১৯। অন্ধকারে মানুষ একটু
আলো পেলে জীবন
ফিরে পেতে চায়
কিন্তু আমি তোমাকে চাই।
২০। তোমাকে হারিয়েছি
ভালোবাসা কে নয়।
২১। মাঝে মাঝে চিৎকার করে
বলতে ইচ্ছে করে
"আমি ভালো নেই"
২২। এমন একটা তুমি চাই,
যে তুমিতে আমি ছাড়া
আর কেউ নাই।
২৩। তোর ছবি দেখেই
আমার মন ভালো হয়ে যায়
তাহলে তোকে পেয়ে যে আমি
কতটা আনন্দে থাকবো
ভাষায় প্রকশ করা সম্ভব নয়।
২৪। চলেই যখন গেলি,
যাবার সময় ভালো থাকার
অভিনয়টা শিখিয়ে যেতে
তো পারতি।
২৫। আমি ইচ্ছে করলেই অনেক
কিছু মনে রাখতে পারে।
কিন্তু চাইলেই সব কিছু
ভুলতে পারেনা।
শেষের কিছু কথা,
উপরে বেশ কিছু ভালোবাসার রোম্যান্টিক WhatsApp, ফেসবুক স্ট্যাটাস শেয়ার করলাম আশাকরি আপনাদের ভালো লাগবে। কোন স্ট্যাটাসটি আপনি ব্যবহার করছেন নিছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।