আপনার ব্লগার ব্লগের কমেন্ট বক্স এর উপরে যুক্ত করে নিন Smiley বক্স ।


আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । বেশি কথা বলবো না সোজা কাজের কথাই যাব । আপনার ফেসবুকে যে সকল Smiley গুল ব্যবহার করেন ক্যামন হয় সেগুল যদি আপনি আপনার ব্লগে এর কমেন্ট বক্স এর উপরে যুক্ত করতে পারেন । এটি যুক্ত করলে আপনার ব্লগকে দ্যাখাবে খুব সুন্দর আর কমেন্ট বক্সটিও হবে অন্যদের থেকে আলাদা । তাহলে চলুন এর লাইভ ডেমো দেখে আসি । আর কিভাবে যুক্ত করবেন তাও দেখে নিন নীচে থেকে ।








Smiley
Smiley
* আশাকরি জিনিস টি খুব পছন্দ হল । আর হবেই না বা ক্যান জিনসটি সত্যি খুব সুন্দর । তাহলে আর দেরি না করে এটা আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন তা দেখে নিন ।

১) আপনার ব্লগ লগ অন করুন । তারপর  Backup নিয়ে নিন, কারন কাজ টি করতে গিয়ে কোন ভুল করলে জাতে আপনি আগের রূপে যেতে পারেন । 

২) ড্যাশবোর্ড থেকে Edit Html এ ক্লিক করুন ।

৩) এবার Ctlr+F চেপে ]]></b:skin> খুজুন ।

৪) এবার ]]></b:skin> এর আগে বা উপরে নীচের কোড টি কপি করে পেস্ট করুন ।


/*Widget By www.bloggerspice.com*/

.BSemoWrap {

  background-color:#fff;

  width: Auto;

  border:2px solid#000000;border-radius:5px; -moz-border-radius:5px; -webkit-border-radius:5px;

  padding:10px 14px;

  color:black;

  font:bold 12px Tahoma,Arial,Sans-Serif;

  text-align:center;

}

img.emo, input.BSemoKey {

  display:inline-block; /* Penting! */

  *display:inline;

  vertical-align:middle;

}

input.BSemoKey {

  border:1px solid #ccc;

  background-color:white;

  font:bold 11px Arial,Sans-Serif;

  padding:1px 2px;


৫) এবার একি ভাবে </head> এটি কে খুজে বের করুন এবং </head> এর আগে বা উপরে নীচের কোড টি কপি করে পেস্ট করুন ।



  <script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
    <script type='text/javascript'>
    //<![CDATA[
    var emoRange = "#comments p, div.BSemoWrap",
        putEmoAbove = "iframe#comment-editor",
        emoMessage = "To insert emoticon you must added at least one space before the code.";
    //]]>
    </script>
    <script src=' http://bloggerspicebd.googlecode.com/files/BSEmoticons.www.bloggerspice.com.js' type='text/javascript'/>



নোট : <script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/> এটা যদি আগে থেকে আপনার ব্লগে যুক্ত থাকে তাহলে যুক্ত করার দরকার নাই ওই লাইন টি বাদ দিয়ে বাকি কোড টুকু ব্যবহার করুন ।

৬) ব্যাস এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । আশাকরি কাজটি করতে এবং বুজত কোন সমস্যা হল না আর যদি কোন প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানান আমি সম্পূর্ণ চেষ্টা করবো হেল্প করার ।

* তাহলে আজকের মতো এই পর্যন্ত । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ । 


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

3 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال