আপনার ব্লগে যুক্ত করে নিন অসাধারন চলমান ট্রাক গাড়ি । না দেখলেই মিস ।

আল্লহ এর নাম নিয়ে অনেক দিন পর পোস্ট করতে বসলাম । তো আপনারা বুজতেই পারছেন আজকে আমি আপনাদের কি দিতে যাছি । হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনার সুন্দর ব্লগ এর জন্য দিব একটি সুন্দর সোশ্যাল ওয়েডগেট । আমি আশাকরি এই ওয়েডগেট টি আপনাদের খুব পছন্দ হবে । ওয়েডগেট টি দেখতে ক্যামন তা আপনারাই নীচের ডেমো বটনে ক্লিক করে দেখে নিন ।










* কিভাবে যুক্ত করবেন আপনার ব্লগে ? একদম সোজা । আসুন দেখি কিভাবে যুক্ত করা যাই ।


১) আপনার ব্লগ লগ অন করুন ।

২) ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন ।

৩) HTML/Javascript এ ক্লিক করুন ।

৪) এবার নীচের কোড কপি করে Title ঘর ফাকা রেখে Content ঘরে পেস্ট করুন ।



 <div style="position: fixed; z-index: 65535; left: 0px; bottom: -3px; width:100%;"> <marquee><a href="http://www.facebook.com/Asobondhublog" target="blank"> <abbr title="Follow us at Facebook"><img src="http://3.bp.blogspot.com/-5QIHreJnNjs/UVfcvUGusHI/AAAAAAAAFJY/hU52X7HJMnw/s1600/Social-Truck_fb2.png" width="120px" height="100px"/> </abbr> </a> <a href="http://feeds.feedburner.com/Asobondhu" target="blank"> <abbr title="Subscribe Our Feeds"><img src="http://4.bp.blogspot.com/-RLtBIrJOZII/UVfcwigIc2I/AAAAAAAAFJg/uKKtDZGlwOk/s1600/Social-Truck_rss.png" width="120px" height="100px"/> </abbr> </a><a href="http://twitter.com/Asobondhu" target="blank"> <abbr title="Follow Us on Twitter"><img src="http://3.bp.blogspot.com/-HZV2Agt3tLI/UVfcxJitLuI/AAAAAAAAFJo/yuuhQf1IQ_8/s1600/Social-Truck_twi.png" width="120px" height="100px"/> </abbr> </a> </marquee></div>




* এবার একটু এডিট করে নিতে হবে । এর জন্য হলুদ রঙ এর Asobondhublog  মুছে আপনার ফেসবুক পেজ URL টি বসান , তারপর লাল রঙ এর Asobondhu  মুছে আপনার feedburner টি বসান , আকাশি রঙ এর /Asobondhu মুছে আপনার twitter এর URL বসান ।


* আশাকরি আমার টিপস গুল আপনাদের বুজতে কোন সমস্যা হল না । আর যদি কোন সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি হেল্প করব ইনশাল্লাহ । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লহ হাফেজ। 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

7 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. ফটাফটি জিনিস ভাই ।

    উত্তরমুছুন
  2. aslamparvez৪:৪৩ PM

    ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  3. ভাঙ্গা কুঁটির৮:২৩ PM

    blogger এ feedburner কি ভাবে তৈরি করে ।আমি নতুন blogger। আশা করি হেল্প করবেন।

    উত্তরমুছুন
  4. ভাঙ্গা কুঁটির৬:২৭ PM

    A lot of thanks Aslam VAi

    উত্তরমুছুন
  5. মোঃ আসলাম পারভেজ৯:৫৪ AM

    ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  6. http://alaipur.blogspot.in/2013/06/movie-download-ek-thi-dayyan.html
    এই ব্লগের মতো করে টুইটার ফলয়ার এর widget লাগবে। ফেসবুক এ সমভব কি>?

    উত্তরমুছুন
  7. উপরের ব্লগটাও আমার ডেমো ব্লগ ওখানে যেটা ব্যবহার হয়েছে সেটা এই ব্লগেই পোস্ট করা হয়েছে সার্চ করে দেখুন পেয়ে যাবেন । ধন্যবাদ সঙ্গেই থাকুন ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال