আল্লার নাম নিয়ে আমি আজকে এই ছোট্ট পোস্ট শুরু করছি । আমারা সবাই কোন না কোন Anti Virus ব্যবহার করি । কিন্তু জানি কি সেটা ঠিক ঠাক কাজ করছে কি না , তো চলুন দেখে নিন আপনার Anti Virus ঠিক কাজ করছে কি না । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন । >
১) আপনার notpad ওপেন করুন , তারপর এই কোড টি >X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
হুবহু কপি করে notpad এ পেস্ট করুন । তারপর SAVE AS.. এ গিয়ে কোড টিকে “EICAR.COM” এই নামে সেভ করুন ।
* Save করার সাথে সাথে যদি file টি ডিলিট হয়ে যাই , তা হলে বুজবেন আপনার Anti Virus কাজ করছে । যেমন আমি সেভ করার সাথে সাথে আমার Anti Virus এ এই message টি এলো এবং ফাইল টি ডিলিট হয়ে গেল । নীচের চিত্রে >
* আমার এই পোস্ট আপনাদের ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আজকের মত এই পর্যন্ত >
*আল্লা হাফেজ*
Tags
অ্যান্টিভাইরাস