এখন নিজেই পরীক্ষা করে নিন আপনার anti virus কি ঠিক কাজ করছে কি না ।


আল্লার নাম নিয়ে আমি আজকে এই ছোট্ট পোস্ট শুরু করছি । আমারা সবাই কোন না কোন Anti Virus ব্যবহার করি । কিন্তু জানি কি সেটা ঠিক ঠাক কাজ করছে কি না  , তো চলুন দেখে নিন আপনার  Anti Virus ঠিক কাজ করছে কি না  । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন । >

১) আপনার notpad ওপেন করুন , তারপর এই কোড টি >X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 
 হুবহু কপি করে notpad এ পেস্ট করুন । তারপর SAVE AS.. এ গিয়ে  কোড টিকে  “EICAR.COM” এই নামে সেভ করুন ।

* Save করার সাথে সাথে যদি file টি ডিলিট হয়ে যাই , তা হলে বুজবেন আপনার Anti Virus কাজ করছে । যেমন আমি সেভ করার সাথে সাথে আমার Anti Virus এ এই message টি এলো এবং ফাইল টি ডিলিট হয়ে গেল । নীচের চিত্রে >




* আমার এই পোস্ট আপনাদের ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আজকের মত এই পর্যন্ত >

                                                  *আল্লা হাফেজ*

                                               

                                                 
                                               

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال