*আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট শুরু করেছি । আজ আপনাদের দেখাব কিভাবে ভিডিও কে ASCII আর্টে রুপান্তরিত করবেন । কাজ টি একদম সোজা কাজ টি করার জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন ।
১) প্রথমে vlc ওপেন করুন এবং তাতে একটি ভিডিও অন করুন । নীচের চিত্রের মত >>
২ ) এবার Tools এ ক্লিক করুন তারপর Preferences এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >>
৩ ) এবার বাম পাশে Video তে ক্লিক করে ডানপাশ হেত Output(Display সেক্সনে) Color ASCII art video output হিসাবে সিলেক্ট করুন । তারপর Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার একটি ভিডিও অন করুন , তারপর দেখুন মজা । নীচের চিত্রের মত >>
* আবার পুরনো অবস্থাই ফিরতে একই ভাবে Color ASCII art video output এর পরিবরতে Default করে দিন ব্যাস তা হলেই আগের অবস্থাই ফিরা যাবে । আমার এই পোস্ট টি থেকে কোন কিছু জানার নেই শুধু বন্ধুদের সাথেএকটু মজা করা যাবে এই র কি। আজকের মত এই পর্যন্ত —-
* আল্লা হাফেজ *