এখন আপনি নিজেই মনের মত করে ভিডিও এডিটিং করুন দারুন একটি সফটওয়্যার দিয়ে ।

 
আল্লার নাম নিয়ে আমি আজকের এই পোস্ট শুরু করছি । আমারা সবাই  চাই যেকোনো ভিডিও কে আমাদের মনের মত করে সাজাতে , আর সেই জন্য আজ নিয়ে এলাম দারুন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। সফটওয়্যার টির নাম Powerdirector , এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে যে কোন ভিডিও কে আপনার মনের মত লুক দিতে পারবেন , কারন এর ব্যবহার একদম সোজা । আপনারা একটু মন দিয়ে দেখলেই এর কাজ সব বুঝতে পারবেন , এবং সহজে এডিটও করতে পারবেন । সে যাই হোক আমি আপনাদের এই সফটওয়্যার সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করব , এর জন্য আপনারা আমার নীচের টিপস গুলি লক্ষ করুন ।

১) সফটওয়্যারটি ১)Powerdirector ৯ >এখান    ২ )Powerdirector> এখান  থেকে ডাউনলোড করেনিন। লিঙ্ক টি আমি টরেন্ট এ দিলাম , আপনারা চাইলে টরেন্ট ফাইল IDM দিয়ে ডাউনলোড করতে  পারবেন । IDM দিয়ে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এখানে ক্লিক করুন । ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিন । তারপর সফটওয়্যার টি ওপেন করুন ।

১) এবার আমার নীচের চিত্রে দেখুনএটা আমি powerdirector 8 এ করেছি । কিন্তু ৮-৯ এর কাজ একই । >>





২) Import media তে ক্লিক করে আপনি যে ভিডিও এডিট করবেন তা সিলেক্ট করুন । নীচের চিত্রের মত >>

৩) এবার ভিডিও টি কে Master Video Track এ এনে ছেড়ে দিন এবাং আপনার দরকার মত Effect , Title এবং music  অ্যাড করুন । নীচের চিত্রের মত >>

৪) পনার ভিডিও টি এডিট করা সম্পূর্ণ হলে , এবার সেভ করার পালা । সেভ করার জন্য আপনি Produce তে ক্লিক করুন । তারপর কোন ফরম্যাটে সেভ করবেন তা সিলেক্ট করুন । কোথাই সেভ করবেন তা দেখিয়ে দিন । সব শেষে Start এ ক্লিক করে সেভ শুরু করুন । নীচের চিত্রে দেখুন >>

* আমি খুব সংক্ষেপে আপনাদের কে প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করলাম । সফটওয়্যার টি নিয়ে আপনারা একটু ঘাটা ঘাটি করবেন তা হলে সব বুজতে পারবেন । সফটওয়্যার এর সাথেই কি ফাইল থাকার কথা , যদি না থাকে তাহলে আমাকে বলবেন আমি দিয়ে দিব । আর এই সফটওয়্যার সম্পর্কে কোন অসুবিধা থাকলে আমাকে জানাবেন । আমি চেষ্টা করব সাহায্য করার ।
* টি সকল windows এ সাপোর্ট করারা কথা , তাও windows 7 , xp এবং  vista তে চলবে । আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন
    
                                      *আল্লা হাফেজ*

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

1 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. ভাই লিঙ্কটাতে পেলাম না দয়া করে আমকে ৯ টা একটু মেইল করবেন। আসলে আমি এই রকম একটি সফটওয়্যার খুজছিলাম দিলে অনেক উপকার হত। আমার মেইলঃ- aliimran28@yahoo.com

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال