আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের একটি দারুন 3D Text & Logo Maker সফটওয়্যার উপহার দেবো । সফটওয়্যার টি আমার খুব খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই বসে পড়লাম । সফটওয়্যার টির নাম Aurora 3D Text & Logo Maker , সফটওয়্যার টি ডাউনলোড করতে এবং একটি প্রাথমিক একটি টিপস পেতে নিচে যান ।
টিপস টির জন্য নীচের চিত্রে দেখুন >>
* কিভাবে ইমেজ ফাইল ডাউনলোড করবেন টেক্সট স্টাইল এই সব উপরের চিত্রে একটি প্রাথমিক টিপস দিলাম , আমার বানানও একটি ইমেজ দেখুন নিচে >
* এটা আমি খুব তাড়া তাড়ি বানালাম তাই খুব ভাল হল না কিন্তু আপনারা চাইলে এর থেকে অনেক ভাল এমন কি নিজের ফটো দিয়েও Animition করতে পারবেন ।
* কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড লিঙ্ক এ গিয়ে ৫ সেকেন্ড অপেক্ষা করুন তারপর Skip এ ক্লিক করুন তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে ।
* আর যদি Torrent থেকে ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন । আর যদি Torrent থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এখান থেকে দেখে নিন কিভাবে Torrent থেকে ডাউনলোড করতে হয় । আশাকরি টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন ।
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লহ হাফেজ ।
ভাই ডাউনলোড হয় না তো ?? এখন কি করব ??
উত্তরমুছুনঅনেক দিন হল তো দাঁড়ান আমি ডাউনলোড লিঙ্ক দিছি ।
উত্তরমুছুন