বন্ধুরা আজকে আমি আপনাদের একটা খুব সহজ পধতি দেবো Contact Form - যোগাযোগ ওয়েডগেট যুক্ত করার জন্য । এটা দেখতে খুব সুন্দর না হলেও এটার দ্বারা আপনি ইছে মতো ইমেল দিতে পারবেন ম্যাসেজ গ্রহন করার জন্য । আমিও এটাই ব্যবহার করি । এটা ব্যবহার করার জন্য আমি আপনাদের কোন Html বা Css কোড দেবো না । একটা এমন সাইট এর সাথে পরিচয় করিয়ে দেবো যারা এই সেবা টা ফ্রী দিয়ে থাকে । এর আগে আমি Contact Form নিয়ে পোস্ট করে ছিলাম সেটা যারা দেখেন নি তারা এখান থেকে দেখে আসতে পারেন ।
এবার দেখে নিন কিভাবে এটাকে আপনার ব্লগে যুক্ত করবেন !!
- প্রথমে এখানে ক্লিক করুন । এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Sign Up Now এ ক্লিক করুন তারপর ফর্ম টি ঠিক ভাবে পুরন করে Sign Up এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- এবার আপনাকে ইমেল এ গিয়ে চেক করতে বলবে আপনার ইমেলে গিয়ে ভেরিফাই করে নিন । এবার যে User name দিয়েছিলেন Sign Up করার সময় সেই User name আর Password দিয়ে Log in করুন ।
- লগ ইন করলেই নীচের মতো একটি পেজ আসবে সেখান থেকে AJAX Widget টি কপি করে নিন আপনি বটন ও ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার । এবার সেই কোডটি কে আপনি যেখানে রাখতে চান সেখানে কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।
- আপনি ইছা করলে Customize এ ক্লিক করে বক্স টিকে মনের মতো করে বানিয়ে নিতে পারেন । আর হ্যাঁ আপনারা যদি চান আমার মতো করে পেজ এ বসাতে তাহলে নীচের টিপস লক্ষ করুন ।
- প্রথমে ড্যাশবোর্ড এ যান তারপর Pages এ ক্লিক করে Blank page এ ক্লিক করে বাম পাশ থেকে Html এ ক্লিক করুন । এবার সেখান AJAX Widget কোডটি বসিয়ে দিন । নীচের চিত্রে দেখুন ।
- ব্যাস এবার Publish এ ক্লিক করে পাবলিশ করে দিন । আশাকরি আপনারা কাজটা করতে সফল হয়েছেন । সমস্যা হলে জানাবেন । ভাল লাগলে একটি কমেন্ট করে জানাবেন । ভাল থাকবেন ।
Tags
ব্লগার
Sign up link is not working. Please correct this link.
উত্তরমুছুনভাই আমি এখুনি চেক করলাম লিঙ্ক ঠিক আছে যদি আপনার সমস্যা হয় তাহলে এই লিঙ্ক এ জান । আমি উপরে যে লিঙ্ক দিয়েছি এটা সেই সাইট > http://kontactr.com/
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনwelcome bro
উত্তরমুছুনey mail gulo ki amar mail e asbe?
উত্তরমুছুনঅবশ্যই । আপনি ঐ ফর্মে যে মেল ব্যবহার করবেন সেই মেলেই আসবে ।
উত্তরমুছুন