বন্ধুরা আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনি আপনার ব্লগকে মোবাইল ভার্সন এ পরিণত করবেন । কাজটি খুব একটা কঠিন না ওয়রদপ্রেস এর মতো । এই সুবিধা টি ব্লগার খুব সুন্দর ভাবে এবং সহজ ভাবে দিয়েছে । বর্তমানে আপনার ব্লগ যে শুধু মাত্র পিসি ব্যবহার কারি প্রবেশ করবে এটা কোন কথা না এখুন অনেক আছে যারা মোবাইল দিয়ে আপনার ব্লগ ভজিট করছে বা করবো । আর তাদের কথা মাতাই রেখে এই সুবিধাটি যুক্ত করা আবশ্যিক । যাই হক নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটি করবেন ।
১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন তারপর মোবাইল ভার্সন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
পধতি নাম্বার ১ ঃ
১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন তারপর মোবাইল ভার্সন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
২) এবার Yes. Show mobile template on mobile devices. এ ঠিক দিয়ে Save এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
==>> আপনি ইছা করলে উপরে চিত্র অনুযায়ী Simple ড্রপ ডাওন অপশন থেকে আপনার মোবাইল ভার্সন থিম থেকে Customize করে নিতে পারেন ।
পধতি নাম্বার দুই ঃ
==>> উপরের টি ব্লগার এর ডিফল্ট সিস্টেম এবার দেখাবো কিভাবে পিসি ভার্সন রেখে মোবাইল ভার্সন যুক্ত করবেন ।
==>> এর জন্য এই লিঙ্ক টি থেকে http://www.asobondhu.blogspot.in/?m=1 লাল রঙ এর অংশ মুছে সেখান আপনার আপনার ব্লগ এর নাম দিন এবার এটিকে আপনি আপনার ব্লগ এর যেখানে রাখতে চান রেখে দিন । এর জন্য ব্লগ লগ ইন করে , Pages এ ক্লিক করে Web address এ ক্লিক করুন এবার সেখানে উপরে যে লিঙ্ক আমি দিয়েছি সেটি কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।
==>> ব্যাস কাজ শেষ আশাকরি বুজতে কোন সমস্যা হল না কোন সমস্যা হলে জানাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । আজকের মতো এই পর্যন্ত আবার দ্যাখা হবে । আমার এই ভাল লাগলে একটি কমেন্ট করে জানাবেন । আল্লাহ্ হাফেজ ।
Tags
ব্লগার