দেখানে নিন কিভাবে Shutdown শর্ট কাট বাটন তৈরি করবেন ।

বন্ধুরা আশাকরি ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব ভাল আছি । আমি গত দিন দেখিয়ে ছিলাম কিভাবে একটি রিস্টার্ট বাটন তৈরি করতে হয় আর আজকে দেখাবো কিভাবে একটি Shutdown বাটন তৈরি করবেন । সব কিছুই আগের মতোই করতে হবে আমার আগের পোস্ট যারা দেখেন নি তারা এখানে ক্লিক করে দেখে নিন । আর কথা না বাড়িয়ে নীচে থেকে দেখে নিন কিভাবে Shutdown শর্ট কাট বাটন তৈরি করবেন ।






১// আপনার ডেস্ক টপে মাউস এর রাইট ক্লিক করে New এ ক্লিক করে Shortcut এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……





২// এবার যে বক্স আসবে সেখানে এই  SHUTDOWN -s -t 01 কোডটি কপি করে পেস্ট করুন , তারপর Next এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……






৩// এবার আর একটি পেজ আসবে সেখানে কোন কিছু পরিবর্তন না করে ফিনিশ এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……





৪// এবার দেখুন একটি একটি সফটওয়্যার মতো এসছে তাতে ক্লিক করলেই আপনার পিসি Shutdown হয়ে যাবে । এবার দেখে নিন কিভাবে আইকন পরিবর্তন করবেন । 



৫// যে টি এখুন বানালেন তার উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন , তারপর Chang icon এ ক্লিক করুন তারপর একটি আইকন সিলেক্ট করুন এবার Browse.. এই %SystemRoot%\system32\SHELL32.dll  কোডটি কপি করে পেস্ট করুন তারপর সেভ করে নিন । নীচের চিত্রে দেখুন …… 





==>> দেখুন আইকন পরিবর্তন হয়েগেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

3 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال