বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য ব্লগার টিপস নিয়ে এলাম । আজকে টিপসটি খুব মজার আমি মনে করি । যারা এখুন আমার টাইটেল দেখে বুজতে পারেননি তাদের জন্য কিছু কথা বলে রাখি । অনেকের মনে প্রশ্ন যাগতেই পারে যে ' ডিফল্ট Highlighted কালার পরিবর্তন ' এটা আবার কি জিনিস । তাদের বলবো ভয় পাবেন না সব বুঝিয়ে বলছি ।
ডিফল্ট Highlighted কালার পরিবর্তন মানে আমারা দেখে থাকি যখুন ব্লগের কোন লিখাকে কপি করছি তখুন সেটা নীল হয়ে দেখা যাই । সেই নীল কালারকে পরিবর্তন করে কিভাবে আপনার পছন্দের কালার পরিবর্তন করবেন সেটাই দেখাবো । নীচের চিত্রে দেখুন বিস্তারিত বুজতে পারবেন ।
২// এবার Edit HTML এ ক্লিক করে নীচের কোড টি খুজে বের করুন ।
]]></b:skin>
৩// উপরের কোড খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।
ডিফল্ট Highlighted কালার পরিবর্তন মানে আমারা দেখে থাকি যখুন ব্লগের কোন লিখাকে কপি করছি তখুন সেটা নীল হয়ে দেখা যাই । সেই নীল কালারকে পরিবর্তন করে কিভাবে আপনার পছন্দের কালার পরিবর্তন করবেন সেটাই দেখাবো । নীচের চিত্রে দেখুন বিস্তারিত বুজতে পারবেন ।
♦ তাহলে আশাকরি বিষয়টি বিস্তারিত বুজতে পারলেন । এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে এটাকে যুক্ত করবেন ।
কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ
১// আপনার ব্লগার ব্লগ লগইন করুন । ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।২// এবার Edit HTML এ ক্লিক করে নীচের কোড টি খুজে বের করুন ।
]]></b:skin>
৩// উপরের কোড খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।
::-moz-selection {
background-color: #D916B2;
color: #fff;
}
::selection {
background-color: #D916B2;
color: #fff;
}
background-color: #D916B2;
color: #fff;
}
::selection {
background-color: #D916B2;
color: #fff;
}
নোটঃ উপরের রঙ্গে ঘিরা দুটি কালার কোড মুছে আপনার পছেন্দের কালার কোড দিন । কালার কোড পেলেতে এখানে যান ।
৪// এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আপনার ব্লগের কোন একটি লিখাকে সিলেক্ট করুন দেখুন আপনার দেওয়া কালার শো করছে ।
♦ তাহলে আজকের মতো এই পর্যন্ত কোন রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করবো । আর পোস্টটি ভালো লাগলে একটি কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । কারন আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও বেশি বেশি লিখার ইছা শক্তি বাড়াবে ।
▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬
▬আল্লাহ্ হাফেহ▬