আপনার ব্লগার ব্লগে যুক্ত করুন ফেসবুক আমন্ত্রন বাটন { Facebook-Invite Friends Button } !!

আসসামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি ভালো ও সুস্থ আছেন ! আজকে আমি আপনাদের সাথে দারুন একটি মজার ও কাজের টিপস শেয়ার করবো । বর্তমান সময়ে ব্লগের ক্ষেত্রে ফেসবুকও বড় একটি ভূমিকা রাখছে । যাদের একটি ব্লগ আছে তাদের অবশ্যই একটি ফেসবুক ফ্যান পেজ আছে অনেকের আবার ফেসবুক গ্রুপও আছে যেমন আমার আছে । সে যাই হোক আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েডগেট শেয়ার করবো যার দ্বারা পাঠক ইছে করলে এক ক্লিকে তার বন্ধের আমন্ত্রন যানাতে পারে । কি মজার একটি জিনিস তাই না ইছে করলে এটা আপনিও আপনার ব্লগে ব্যবহার করতে পারেন । এর জন্য নিচের টিপস গুল দেখুন ।



facebook invite friends button on blogger blog




এই ফেসবুক আমন্ত্রন বাটন আমি নিজেই ব্যবহার করছি আমার এই ব্লগে । ডেমো হিসাবে সেটাই দেখে আসুন এর জন্য আমার ব্লগের এক বারে নিচে ফুটারে দেখুন আশাকরি দেখতে পেয়েছেন তাহলে আগে আপনার বন্ধুদের আমন্ত্রন জানান । এবার নিচে থেকে দেখে নিন কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ।



কিভাবে আপনার ব্লগে ফেসবুক আমন্ত্রন বাটন যুক্ত করবেন !


  • প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন । 
  • এবার ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করে Add a Gadget এ ক্লিক করুন । 
  • HTML/Javascript এ ক্লিক করে Content ঘরে নিচের কোড গুলো বসিয়ে দিন । 


<style>
/*Facebook Invite Friends Button CSS http://www.asobondhu.blogspot.com*/
.MD_fb_invite a{
font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif !important;
font-weight:bold !important;
font-size:12px !important;
width:150px !important;
border:solid #29447e 1px !important;
border-bottom:solid #29447e 1px !important;
cursor:pointer !important;
padding:6px 6px 6px 6px !important;
background-color:#5c75a9 !important;
border-top:solid #8a9cc2 1px !important;
text-align:center !important;
color:#fff !important;
text-decoration:none  ! important;
}

.MD_fb_invite a:active{
background-color:#4f6aa3 !important;
}
/*End CSS http://www.asobondhu.blogspot.com*/
</style>
<script src='http://connect.facebook.net/en_US/all.js'></script>
<script>
FB.init({
appId:'155204787972563',
cookie:true,
status:true,
xfbml:true
});
function FacebookInviteFriends()
{
FB.ui({
method: 'apprequests',
message: 'Invite your friends to Asobondhu'
});
}
</script>
<div id='fb-root'></div>
<span class='MD_fb_invite'><a href='#' onclick='FacebookInviteFriends();'>
Invite your friends
</a></span>
<script type='text/javascript'>
if (top.location!= self.location)
{
top.location = self.location
}
</script>




উপরের হাইলাইট কালার মুছে দিন এবং 155204787972563 সেখানে আপনার ফেসবুক APP ID বসান ! 



অনেকের মনে প্রশ্ন যাগতে পারে APP ID কিভাবে করবো তাদের বলি এর আগে আমি ফেসবুক কমেন্ট বক্স নিয়ে পোস্ট করেছিলাম সেই পোস্ট দেখুন সেখানে বিস্তারিত দেওয়া আছে । আর না হয় এখানে গিয়ে একটি APP ID বানিয়ে নিন Facebook App ID 


☞ আশাকরি বুজতে কোন সমস্যা হল না কোন রকম সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করতে চেস্টা করবো আজকের এই পোস্ট ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং নিচের ফেসবুক আমন্ত্রন বাটনে ক্লিক করে বন্ধুদের আমান্ত্রন করতে ভুলবেন না । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

1 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال