আপনার ব্লগের Scrollbar এ যুক্ত করুন স্টাইলিশ পারসেন্ট !!

বন্ধুরা আমার সালাম নিবেন । আজকে আমি আপনাদের সাথে দারুন মজার একটি ওয়েডগেট শেয়ার করবো । যারা আমার ব্লগের পুরনো ভিজিটর বন্ধু তারা আমার আগের থিমে দেখেছেন একটি পারসেন্ট স্টাইল ছিল মাউস Scroll করলেই সেটা ১% থেকে ১০০% পর্যন্ত শো করে । আজকে ঠিক আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাছি । আমার ব্লগে যারা নতুন তাদের চিন্তা করার কিছু নেই আমি নিচে ডেমো দিয়ে দিয়েছি । তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে এই অসাধারন "  Scrollbar এ যুক্ত করুন স্টাইলিশ পারসেন্ট " আপনার ব্লগে যুক্ত করে আপনার ব্লগকে প্রফেশনাল লুক দিবেন ।





উপরের ফটো দেখে যদি বুঝেতে সমস্যা হয় নিচের ডেমো বাটনে ক্লিক করে দেখে নিন লাইভ ডেমো । আশাকরি আপনাদের পছন্দ হবে । 







ডেমো দেখার জন্য উপরের লিঙ্কে ক্লিক করে মাউসকে ওঠা নামা করুন । আশাকরি ডেমো দেখা শেষ হয়েছে । এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ।


কিভাবে আপনার ব্লগে স্টাইলিশ পারসেন্ট যুক্ত করবেন নিচের স্টেপ দেখুন !


  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ।
  • ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।
  • এবার Edit HTML এ ক্লিক করুন তারপর আপনার কীবোর্ডের CTRL + F প্রেস করে নিচের ট্যাগটি খুজে বের করুন ।


]]></b:skin>


  • এবার উপরের কোডের ঠিক আগে বা উপরে নিচের CSS কোড গুলো বসিয়ে দিন ।



#BloggerSpiceScroll {
display: none;
position: fixed;
top: 0;
right: 10px;
z-index: 500;
padding: 3px 8px;
background-color:#0CAFC7;
color: #030303;
border-radius: 3px;
}
#BloggerSpiceScroll:after {
content: " ";
position: absolute;
top: 50%;
right: -7px;
height: 0x;
width: 0;
margin-top: -4px;
border: 4px solid transparent;
border-left-color: rgb(4, 189, 250);
}
@media screen and (max-width:600px){
#BloggerSpiceScroll{
display:none;
}



  • এবার Save এ ক্লিক করে নিচের স্টেপ দেখুন ।
  • একি ভাবে CTRL + F প্রেস করে নিচের ট্যাগটি খুজে বের করুন ।


<body>


<script type='text/javascript'>
//<![CDATA[
var scrollTimer = null;
$(window).scroll(function() {
   var viewportHeight = $(this).height(),
       scrollbarHeight = viewportHeight / $(document).height() * viewportHeight,
       progress = $(this).scrollTop() / ($(document).height() - viewportHeight),
       distance = progress * (viewportHeight - scrollbarHeight) + scrollbarHeight / 2 - $('#BloggerSpiceScroll').height() / 2;
    $('#BloggerSpiceScroll')
        .css('top', distance)
        .text(' (' + Math.round(progress * 100) + '%)')
        .fadeIn(100);
    if (scrollTimer !== null) {
        clearTimeout(scrollTimer);
    }
    scrollTimer = setTimeout(function() {
        $('#BloggerSpiceScroll').fadeOut();
    }, 1500);
});
//]]>
</script>

  • উপরের ট্যাগটি খুজে পেলে তার ঠিক পরে নিচের কোড গুলো কপি করে পেস্ট করুন । 
  • কাজ সব শেষ এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আপনার ব্লগে ভিজিট করে দেখুন । 

উপরের কোড থেকে না জেনে কোন ধরনের পরিবর্তন করতে যাবেন না ।


☞ আশাকরি আপনি কাজটি করতে সফল হয়েছেন । তাহলে কোন সমস্যা হলে কমেন্ট করুন । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । সব সময় এসো বন্ধুর সঙ্গেই থাকুন । ব্লগার বিষয়ক যেকোনো হেল্প্র জন্য আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. ভাই অবশ্যই কাজ করবে এটাত সহজ জিনিস চেস্ট করুন আমি এখুনি চেক করলাম সব ঠিক আছে । :) :-b

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال