আমার বন্ধুর একটি প্রেমের কবিতা ! সবার পড়ার আমন্ত্রন রইল !!

আসসালামু আলাইকুম , বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কোন টিপস নিয়ে পোস্ট করছি না আজকে আমি আপনাদের সঙ্গে আমার এক বন্ধুর অপরিপূর্ণ একটি প্রেমের কবিতা শেয়ার করতে যাছি । কবিতা টিতে  প্রেমিকাকে প্রথম দেখার অনুভূতি গুলি সজ্জিত আছে , কিন্তু কবিতাটি এখুনও তার ( সুমন ) কাছেই রয়েগেছে । যাই হোক সময় পেলে নীচে থেকে কবিতাটি পড়তে পারেন , ভাল লাগলে নীচে থেকে ডাউনলোড করে সংগ্রহে রাখতে পারেন ।












জল পরি 


জল পরি জল পরি জল পরি ............... ওগো জল পরি ।।

এ কোন রঙ্গে রাঙ্গালে

জলেও যে আগুন জলে

হৃদয় আমার লেলিহান শিখা

ধোয়া হয়ে তোমায় আঁকে

নিশি দিশি নয়ন আমার

তোমার রূপ লোভে ।

মেঘলা গগণে সূর্য যদি না হাঁসে স্বপ্ন ভেসে যাবে তোমার সৌরভে ।



জল পরি জল পরি জল পরি ............... ওগো জল পরি ।।

এ কোন সাজে সাজলে তুমি

জ্যোৎস্নার রাতে ঝিলমিল জলে ভেসে চলা

পদ্ম ফুলের কলে হেরিলাম তোমায়

ফুল পরির সাজে

চক্ষু পল্লব নাহি পড়ে এ কোন নেশা

জাগলে আমার হৃদয়ের মাঝে



জল পরি জল পরি জল পরি ............... ওগো জল পরি ।।

আমি যে কি তা ভুলে গেছি ,

তোমার ভাবনাই ডুবে রয়েছি

আঁধার রাতে একা আমি দাড়িয়ে আছি –

সুমুদ্রের পাড়ে তোমারি পথ চেয়ে ,

কবে তুমি আসবে সোনালি নুপুর পায়ে ,

প্রদীপ হাতে ,আমার হারিয়ে যাওয়া

পথের প্রথিক হয়ে ,

আমার অন্ধকার আকাশে চাঁদের কিরণ হয়ে ,

আমার শূন্য মনে সুখের মৌসুম হয়ে ।

জল পরি জল পরি জল পরি ............... ওগো জল পরি ।।
                             





কবিতাটি ডাউনলোড করতে চাইলে নীচে থেকে পিডিফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন সাইজ খুবি ছোট ।













জানিনা আপনাদের কেমন লেগেছে তবে আমার খুব ভাল লেগেছিল তাই আমি শেয়ার করলাম আশাকরি আপনাদেরও ভাল লাগবে যদি ভাল লাগে অবশ্য শেয়ার করবেন । কবিতাটি কোন রকম ভুল থাকতেই পারে কারন মানুষ মাত্রই ভুল হয় অনেক বড় বড় কবিরও জীবনে অনেক ভুল হয়েছে আর আমার বন্ধুতো সাধারন একজন কোন লেখক না এটা শুধু মাত্র তার অনুভূতি ।।





তাহলে আজকের মত এই পর্যন্ত খুব তাড়াতাড়ি নতুন টিপস নিয়ে পোস্ট লিখার চেস্ট করবো । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।




এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال