২০১৫ এর ৮৭ তম অস্কার পুরুস্কার কারা কারা পেলেন চলুন এক নজর দেখা আসি !

সিনেমা জগতে অস্কার পৃথিবীর সেরা একটি পুরুস্কার তবে আমাদের দেশের মুভি গুল সেরকম ভাবে এই পুরুস্কার পাইনা তাতেকে অনেক ভাল ভাল মুভি গুলত পাই চলুন দেখে নিই কারা কারা পেলেন এই শ্রেষ্ঠ পুরুস্কার । সব থেকে বেশি বাজিমাত করেছে 'বার্ডম্যান' নামক এই সিনামাটি সেরা ছবির শিরোপার পাশাপাশি সেরা পরিচালকেরও পুরস্কার নিয়ে গেলেন বার্ডম্যানের পরিচালক অ্যালেজান্দ্রো ইনরিতু। ‘দ্য থিওরি অফ এভরিথিং’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন এডি রেডমায়নে। ‘স্টিল অ্যালাইস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জুলিয়ান মুর। মেকআপ আর পোশাকের জন্য দুটি অস্কার পেয়েছেন ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’। ‘হুইপল্যাশ’ ছবির জন্য সেরা সহ অভিনেতার অস্কার পান জেকে সিমসসন। এছাড়াও সেরা বিদেশি মুভি হিসাবে সেরা হলেন 'ইদা' নামক একটি পোল্যান্ড এর সিনেমা । তাহলে চলুন নিচে থেকে একটা লিস্ট দেখে নেওয়া যাক ।



87th-academy-awards-oscars-2015




  • শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন- 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'
  • মেকআপ হেয়ার স্টাইল- 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'
  • অরিজিনাল স্কোর- 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'
  • বিদেশি ভাষার ছবি- 'ইদা' (পোল্যান্ড)
  • লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম- 'দ্য ফোন কল'
  • ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট- ‘ক্রাইসিস হটলাইন: ভেটেরানস প্রেস ওয়ান'
  • সাউন্ড মিক্সিং- 'হুইপল্যাশ'
  • সাউন্ড এডিটিং- 'আমেরিকান স্নাইপার'
  • ভিস্যুয়াল এফেক্ট- 'ইন্টারস্টেলর'
  • অ্যানিমেটেড শর্ট ফিল্ম- 'ফিস্ট'
  • অ্যানিমেটেড ছবি- 'বিগ হিরো সিক্স'
  • প্রোডাকশন ডিজাইন- 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'
  • সিনেমাটোগ্রাফি- 'বার্ডম্যান'
  • ফিল্ম এডিটিং- 'হুইপল্যাশ'
  • ডকুমেন্টারি ফিচার- 'সিটিজেনফোর'
  • অরিজিনাল সং- ‘গ্লোরি’, ‘সেলমা’
  • সেরা ছবি- 'বার্ডম্যান'
  • সেরা পরিচালক-আলেসান্দ্রো গনজালেস ইনারিতো ('বার্ডম্যান')
  • সেরা অভিনেতা- এডি রেডমেইন ('থিওরি অব এভরিথিং')
  • সেরা অভিনেত্রী- জুলিয়ান মুর ('স্টিল অ্যালিস')
  • শ্রেষ্ঠ সহ-অভিনেতা- জে কে সিমনস্ ('হুইপল্যাশ')
  • শ্রেষ্ঠ সহ অভিনেত্রী- প্যাট্রেসিয়া আর্কেট ('বয়হুড')
  • অ্যাডপটেড স্ক্রিন-প্লে- গ্রাহাম মুর ('দ্য ইমিটেশন গেম')
  • অরিজিনাল স্ক্রিনপ্লে- 'বার্ডম্যান'

--ধন্যবাদ এখুন কলকাতাকে--


আরও বিস্তারিত যানতে এখানে যান । তাহলে আজকের মত এই পর্যন্ত আজকের এই বিনোদন মূলক পোস্টটি আপনাদের ভাল লাগলে অবশই কমেন্ট শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال