আসসালামু আলাইকুম অনেক বিরতির পর আবার পোস্ট করতে বস লাম । আজকের বিষয় গুগল অ্যাডসেন্স ছারাই কিভাবে ব্লগ বা ওয়েবসাইত থেকে আয় করা যায়।
আমরা জানি যে সব ব্লগ এই গুগল অ্যাডসেন্স পাওয়া যায় না। যেসব ব্লগ এ পাওয়া যায় তাতে আবার ভিজিটর ক্লিক না করলে তাকা পাওয়া যায় না। আমি আজকে আপনাদের যেই অ্যাড নেটওয়ার্ক এর কথা বলব এতা ব্যবহার করলে ক্লিক এর চিন্তা করা লাগবেনা। ক্লিক ছারাই টাকা জমা হবে। একটি পপ আপ অ্যাড হবে । চিন্তা নাই ভিজিটর বিরক্ত হবেনা প্রতি ভিজিটর মাত্র এক বার ই অ্যাড দেখবে বার বার ডিস্টার্ব হবেনা। ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ভিজিটর দের জন্য বেশি টাকা পাবেন। ১০০% পেমেন্ট পাবেন। অন্য কোন প্রশ্ন থাকলে নিচে মন্তব্য করতে পারেন।
ব্যবহার করবেন যেভাবে :
প্রথমে এখানে যান তাহলে নিচের মত একটা ফর্ম পাবেন ।
ছবির মত করে ফর্ম পুরন করুন ( IM Network ) এ আপনার যেটায় আইডি আসে সেটা সিলেক্ট করে নিছে আইডি নাম্বার দিন। আমি skype সিলেক্ট করে আইডি দিয়েছিলাম । আইডি না থাকলে করে নিন । আর যদি করা সম্ভব না হয় তাহলে একটা দিলেই হবে এতা কোন সমস্যা না কারন পরে পরিবরতন করা যায়।
তারপর Submit বাটন এ ক্লিক করুন । সব সম্পূর্ণ হলে ৫ ঘণ্টার মধ্যেই আপনার সাইট আপ্প্রুভ হয়ে যাবে।
সাইট অ্যাপ্রুভ হয়ার পর ই-মেইল পাবেন। তারপর এখানে যান লগিন করুন। তারপর নিচের মত পেজ পাবেন ।
কোড সংগ্রহ করার পর আপনি যদি ব্লগার ব্লগ ব্যবহার কারি হন তাহলে Layout এ যান তারপর Add a new widget থেকে জেকন যায়গায় কোড বসিএ সেভ করুন। ব্যাস কাজ শেষ এখন শুধু অপেক্ষা ।
ধন্যবাদ ভাল থাকবেন। এসো বন্ধু . কম এর সাথে থাকবেন ।
ভাল পোস্ট। তবে এই পপ আপ অ্যাড ব্যাবহার করলে ভিসিটর বিরক্ত হয়। তবে ডাউনলোড টাইপ সাইটের জন্য ভাল।
উত্তরমুছুনধন্যবাদ আপনার মন্তব্বের জন্য। সাধারন ব্লগ সাইট অর্থাৎ এসবন্ধুর মত সাইটে ব্যবহার না করাই ভাল ।
মুছুনhttp://banglatipsblog.blogspot.com
মুছুনসত্যি সুন্দর পোষ্ট.
উত্তরমুছুনধন্যবাদ । ভাল কমেন্ট পেলে আর ভাল লিখতে ইচ্ছা হয়।
মুছুনখুব সুন্দর পোস্ট...ভালো লিখছেন
উত্তরমুছুনধন্যবাদ ভাই।
মুছুনআমার পছন্দ হয়েছে।
উত্তরমুছুনব্যাবহার করে দেখুন :)
মুছুনভাই সর্বনিন্ম প্রতিদিন কতজন ভিসিটর সাইটে থাকলে আমি পাবো
উত্তরমুছুনমোটামুটি ভিজিটর মানে ১০-২০ জন হলেও যথেষ্ট । ধন্যবাদ মন্তব্বের জন্য যেকোনো সমস্যায় জানাবেন ।
মুছুনadd bosanor neom ta jodi scrin short dea dekhaten.... my mail nazimahmmed@yahoo.com
উত্তরমুছুনwww.bondua.com আমি এই সাইটে popcash ইউজ করেছি। ঠিক করেছি?
উত্তরমুছুনআমার ব্লগেও এটার এড দিয়েছি।।www.toptips4bd.blogspot.com
উত্তরমুছুনtaka uthanor maddhom gula jodi janaten, khub e upokrito hotam.
উত্তরমুছুনভাই টাকাটা কোথায় পাবো আর কিভাবে তুলবো?
উত্তরমুছুনdhonnobad
উত্তরমুছুনভাই add a new widget নাই | add a new gadget আসে | please help
উত্তরমুছুনএকটু ভাল করে লক্ষ করে দেখুন অবশ্যই পাবেন । তাছাড়া আপনি ব্লগিং করে ইনকাম করতে চাইলে এই পোস্ট দেখতে পারেন - http://goo.gl/Q5eA5c
মুছুনজয় শি রাম!
উত্তরমুছুনআপনাদের সকল পারিবারিক, সামাজিক, মানুষিক সমস্যায় ভিজিট করুন www.montroguru.com
উত্তরমুছুনঅসাধারণ ভাই, আমাকে আপনার নাম্বারটা দিবেন, আমার নাম্বার 01749090666
উত্তরমুছুনhttp://socialbd.site.bz/media/ থেকে পপক্যাশ ব্যবহার করে ভালোই আয় হচ্ছে।
উত্তরমুছুনকত ভিজিটরে কত টাকা পাওয়া যাবে সেই হিসেবটা তো কিছুই বললেন না..........এটা বলে দেওয়া টা দরকার ছিল না???
উত্তরমুছুন:p
উত্তরমুছুন
উত্তরমুছুনপপক্যাস কি ঠিক মতো পে করে??
আর বিকাশ থেকে কি পে আউট করা যাবে??
ভাই টাকা টা কিভাবে তোলে বললে উপকৃত হতাম
উত্তরমুছুনভাই, ভালই লাগলো কিন্তু পপ ক্যাশ এর সিপিএম কতো?
উত্তরমুছুনOutsourcing Tips
Affiliate Company
Affiliate Marketing
Affiliate
What is Affiliate