বন্ধুরা সবাই সালাম নিবেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । আপনাদের দোয়াই আমিও ভালো ও সুস্থ আছি । যাই হোক বর্তমান সময়ে ফ্রীলান্সিং ইন্টারনেট যগতে দারুন ছড়াছড়ি তবে ফ্রীলান্সার হওয়া মোটেও সহজ কাজ না আবার কঠিন কিছুও না মানুষ চেষ্টা করলে কিনা পারে । তবে একজন সফল ফ্রীলান্সার হতে হলে অবশ্যই আপনাকে হতে হবে দক্ষ সঙ্গে করতে হবে প্রচুর পরিমান পরিশ্রম । তাই আপনাদের সেই পরিশ্রম কে একটু সহজ করতে ফ্রীলান্সিং মাস্টারা কষ্ট করে বিভিন্ন ইবুক লিখে চলেছে আমিও সেরকম দুখানি ইবুক আপনাদের সাথে শেয়ার করবো ।
☞ এই ফ্রীলান্সিং সম্পর্কে ইবুক গুলো আমি নিজে করিনি এগুল আমি গুগল থেকে সংগ্রহ করেছি । তবে কে এই ইবুক গুলো লিখেছে আপনি ইবুক ডাউনলোড করলেই পেয়ে যাবেন । নিচে থেকে ডাউনলোড করে নিন ।
☞ দুটিই মিডিয়া ফাইর লিঙ্ক তাই ডাউনলোড করাতে কোন সমস্যা হবে এটা ভাবাই জাইনা তবুও কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে যানাবেন আমি লিঙ্ক ঠিক করার চেষ্টা করবো ।
☞ তাহলে আজকের মতো এই পর্যন্তও আবারও দেখা হবে নতুন কোন টিপস ইবুক ইত্যাদি নিয়ে । ভালো থাকবেন সুস্থ থাকবেন পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন । আল্লাহ্ হাফেজ ।
Such a nice article. Thanks for writing in breif. If you are looking for some informative article in Bangla visit: http://digitallnews.com
উত্তরমুছুন