বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবহার করা একটি দারুন CSS3 বিভাগ বা লেবেল ইফেক্ট শেয়ার করছি আশাকরি আপনাদের খুব পছন্দ হবে এবং আপনার সবাই ব্যবহার করবেন । বর্তমান সময়ে অনেকেই ব্লগার দিয়ে নিজের একটি ব্লগ ডিজাইন করছে এর জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাতে ব্লগটি খুব সুন্দর করা যাই । যাই হোক সেই ধরনের একটি মজার CSS3 ইফেক্ট নিয়ে এলাম । এটা আপনি আপনার ব্লগে ব্যবহার করলে আপনার ব্লগের বিভাগে কেউ যদি মাউস রাখে তাহলে সেই বিভাগটি স্লাইড হবে যে সত্যি খুব মজার । অনেকে ভাবতে পারেন এটা ব্যবহার করার ফলে ব্লগ ধীর গতির হতে পারে তাদের করে তাহলে আমার ব্লগের লোড স্পীড একবার চেক করে আসুন । যাই হোক যাদের ইছে হবে ব্যবহার করতে পারেন এই CSS3 ইফেক্ট টি ।
☞ উপরের ফটো দেখুন তাহলেই বিসয়টি বিস্তারিত বুঝতে পারবেন । তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে আপনার ব্লগে এই CSS3 ইফেক্ট দিবেন ।
Live Demo দেখার জন্য আমার ব্লগের লেবেল দেখুন
- প্রথমে আপনার ব্লগ অ্যাকাউন্ট লগইন করুন ।
- ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।
- এবার Edit HTML এ ক্লিক করে CTRL+ F প্রেস করে নিচের ট্যাগটি সার্চ করুন ।
]]></b:skin>
- উপরের ট্যাগটি খুজে পেলে তার ঠিক আগে বা নিচে নিচের CSS3 কোড গুলো বসিয়ে দিন ।
.noopln,Label li,#Label1 ul li a,.Label li a {
-moz-transition: all 0.2s ease-in 0s ;
-webkit-transition: all 0.2s ease-in 0s ;
-o-transition: all 0.2s ease-in 0s ;
}
.noopln:hover,Label li:hover,#Label1 ul li a:hover,.Label li a:hover {
margin-left: 14px;
}
-moz-transition: all 0.2s ease-in 0s ;
-webkit-transition: all 0.2s ease-in 0s ;
-o-transition: all 0.2s ease-in 0s ;
}
.noopln:hover,Label li:hover,#Label1 ul li a:hover,.Label li a:hover {
margin-left: 14px;
}
- এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন ।
☞ ব্যাস হয়েগেল আশাকরি কাজটি করতে কোন সমস্যা হলনা কোন সমস্যা হলে অবশ্যই যানাবেন । আমি আছি হেল্প করতে চেস্টা করবো । আজকের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।