আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের দারুন একটি গেজেট উপহার দেবো এবং আশাকরি আপনাদের এই গেজেট টি খুব পছন্দ হবে এবং আপনার ব্লগকেও করে তুলবে আরও সুন্দর । তাহলে নীচে থেকে এর ডেমো দেখে নিন এবং সঙ্গে কিভাবে যুক্ত করবেন টা দেখে নিন ।

* এবার আপনার ব্লগে যুক্ত করার পালা ঃ --
* প্রথমে Jquery JavaScript Plugin যুক্ত করে নিন , আর যদি আগে থেকে Jquery JavaScript Plugin আপনার ব্লগ থাকে তাহলে দরকার নাই । সে যাই হোক যুক্ত থাকুক বা না থাকুক , কি ভাবে Jquery JavaScript Plugin যুক্ত করবেন একটু দেখেনিন ।
১) প্রথমে আপনার ব্লগার লগ অন করুন তারপর > Dashboard >Template > Edit Html এ যান ।
২) এবার CTRL + F চেপে </head> এটি সার্চ করে খুজে বের করুন ।
৩) এবার </head> এর পাশে বা নিচে এই কোড টি পেস্ট করুন এবং Save Templete এ ক্লিক করে বেরিয়ে আসুন ।
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script>
* Jquery JavaScript Plugin যুক্ত করা হয়ে গেল । আবারও বলছি Jquery JavaScript Plugin যদি আগে থেকে যুক্ত থাকে তাহলে যুক্ত করার প্রয়জন নেই ।
মূল কাজ ঃ
----------
১) আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন তারপর Add a Gadget এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
২) এবার যে বক্স ওপেন হবে সেখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৩) এবার একটি বক্স ওপেন হবে সেখানে Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।
*** ---কোড পেতে নীচে যান---***
<style type="text/css">
ul#social {
position: fixed;
margin: 0px;
padding: 0px;
top: 10px;
left: 0px;
list-style: none;
z-index:9999;
}
ul#social li {
width: 100px;
}
ul#social li a {
display: block;
margin-left: -2px;
width: 100px;
height: 70px;
background-color:#fff;
background-repeat:no-repeat;
background-position:center center;
border:1px solid #AFAFAF;
-moz-border-radius:0px 10px 10px 0px;
-webkit-border-bottom-right-radius: 10px;
-webkit-border-top-right-radius: 10px;
-khtml-border-bottom-right-radius: 10px;
-khtml-border-top-right-radius: 10px;
-moz-box-shadow: 0px 4px 3px #000;
-webkit-box-shadow: 0px 4px 3px #000;
}
ul#social .twitter a{
background:#0F96C6 url(http://3.bp.blogspot.com/-1wb-O4GG6DQ/UPFOe03M-lI/AAAAAAAAA4g/1015-y7FaYU/s1600/Twitter.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .googleplus a {
background:#D73D27 url(http://3.bp.blogspot.com/-1mYMKQENXdI/UPFOeK31VzI/AAAAAAAAA4k/w2Qk48tpleQ/s1600/GOOGLE+PLus.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .facebook a {
background:#1A4B97 url(http://1.bp.blogspot.com/-3M1F3Y29Yoc/UPFOeAAUFvI/AAAAAAAAA4c/ALvfOPDwJ-g/s1600/Facebook.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .rss a {
background:#FAAE17 url(http://4.bp.blogspot.com/-twR0g7wotpE/UPFOfFtFOuI/AAAAAAAAA4o/uJMUf9hjRco/s1600/rss.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .pinterest a {
background:#963336 url(http://2.bp.blogspot.com/-xgOrG4ysqyM/UPFOeKFKMtI/AAAAAAAAA4Y/i_jnKpHsK24/s1600/Pinterest.png)no-repeat;
background-position:center center;
}
</style>
<script type='text/javascript'>
$(function () {
$('#social a').stop().animate({
'marginLeft': '-85px'
}, 1000);
$('#social > li').hover(
function () {
$('a', $(this)).stop().animate({
'marginLeft': '-2px'
}, 200);
},
function () {
$('a', $(this)).stop().animate({
'marginLeft': '-85px'
}, 200);
}
);
});
</script>
<ul id='social'>
<li class='twitter'><a href='Asobondhu' title='Twitter'></a></li>
<li class='googleplus'><a href='Asobondhu' title='Google Plus'></a></li>
<li class='facebook'><a href='Asobondhu' title='Facebook'></a></li>
<li class='rss'><a href='Asobondhu' title='Rss'></a></li>
<li class='pinterest'><a href='Asobondhu' title='Pinterest'></a></li>
</ul>
* এবার Asobondhu নাম টি মুছে আপনার প্রতিটি পেজের Url গুল সেখানে বসিয়ে দিন ব্যাস এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার আপনার ব্লগে গিয়ে দেখুন কাজ হয়েছে কিনা । যদি হয় তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর যদি না হয় তাহলেও আমাকে একটি কমেন্ট করে জানাবেন কি সমস্যা হছে ।
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্ হাফেজ ।
অনেক সুন্দর হইছে পোস্টটি । শেয়ার করার জন্য ধন্যবাদ পারভেজ ভাই ।
উত্তরমুছুনআপনাকেও অনেক ধন্যবাদ নায়েম ভাই ।
মুছুনOwo nice post..........Bloging tips
উত্তরমুছুনধন্যবাদ সঙ্গেই থাকুন ।
মুছুন