আসসালামুয়ালাইকুম, ব্লগার ভাইয়ারা কেমন আছেন?
বর্তমানে ব্লগিং একটি অন্যতম সম্মানজনক উপায়, অনলাইনে আয় করার। তবে এটাও মাথায় রাখতে হবে, ব্লগিং সবচেয়ে সম্মানজনক এবং কঠিনতম কাজ।
বর্তমানে ব্লগ সাইট আর ব্লগারদের অভাব নেই, কিন্তু খুব কম সংখ্যক ব্লগার সফলতার মুখ দেখে। আমরা সবাই জানি যে, একটি ব্লগ সাইটের সাফল্য নির্ভর করে ব্লগের ট্রাফিক এর উপর। মানে হল একটি সাইটে যত বেশি ভিসিটর থাকবে সেটাকেই একটি সফল ব্লগ বলে।
তো ব্লগার ভাইয়ারা, আমরা তো সফল হওয়ার জন্যই ব্লগিং করছি নাকি? তাইতো আমরা মরিয়া হয়ে কাজ করছি, যেন বেশি বেশি ভিসিটর আসে।কারন বেশি ভিসিটর মানে, বেশি আয় তাই না????
আর এই ভিসিটর বাড়ানোর মূল হাতিয়ার হল SEO . SEO হচ্ছে এমন একটি প্রচেস, যা আপনার ব্লগে অনেক ট্রাফিক আনতে সাহায্য করে। তাই আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ SEO টিপস নিয়ে এলাম, যা আপনার ব্লগে ট্রাফিক বাড়াবেই। তাহলে চলুন
আপনারা হয়তো ভাবছেন পোস্ট তো পোস্ট আবার SEO Friendly পোস্ট কি?
seo friendly পোস্ট হল সেই পোস্ট, যা ভিসিটর ও সার্চ ইঞ্জিন friendly । আমরা ব্লগ সাইটে অনেক SEO এপ্লাই করি। কিন্তু যেটা সবচাইতে বেশি জরুরি ওইটার দিখে খেয়াল রাখি না।
আচ্ছা বলেন তো, একটি ব্লগের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ উপাদান কি???? কন্টেন্ট, কন্টেন্ট হল ব্লগের একটি সওদা।
একটি বেবসা প্রতিষ্ঠানের পণ্য যেমন মূল উপাদান, তেমনি ব্লগের মূল উপাদান হল কন্টেন্ট মানে লিখা।
আপনার সাইট মানুষ কেন আসে? কন্টেন্ট পড়ার জন্য। তো আমরা যদি এই কন্টেন্টের দিখে খেয়াল না রাখি, তাহলে ব্লগিং এ বেশি দিন টিকতে পারবেন না। সকল পোস্ট SEO Friendly নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে SEO friendly পোস্ট লিখবেন।
১। আকর্ষণীয় পোস্ট টাইটেল
পোস্ট করার শুরুতে একটি আকর্ষণীয় পোস্ট টাইটেল দিন। আকর্ষণীয় বলতে, যেটা আপনার পাঠকদের নজর কারে। যেমনঃ
আপনারা বলুন কোনটি আকর্ষণীয়। নিচ্চই ২ নং টা। আকর্ষণীয় পোস্ট টাইটেল অনেক উপকারী। যেমন ধরুন কেউ সার্চ দিল গুগলে।১ নং কি ওয়ার্ড দিয়ে, সে যদি ২ নং কি ওয়ার্ড টা পায় সে ওইটাতে ভিসিট করবে ১০০%। আপনি হলে কি করতেন?
যাই হোক আশা করি বুজতে পেরেছেন। তবে শধু আকর্ষণীয় পোস্ট টাইটেল দিলে হবে না। আপনার পোস্ট টাইটেলের মধ্যে আপনার টার্গেট কি ওয়ার্ড বসিয়ে দিতে হবে। যেমন এই পোস্ট টাইটেলে আমি ব্যাবহার করেছি - SEO Friendly, টিপস ।
seo ক্ষেত্রে কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। যারা কি ওয়ার্ড সম্পর্কে ধারনা নেই, এই পোস্ট দেখুন
বর্তমানে হাজার হাজার ব্লগ আর ব্লগার দের অভাব নেই, যেটার অভাব সেটা হল ইউনিক কন্টেন্ট। ইউনিক পোস্ট মানে হল, কপি পেস্ট মুক্ত পোস্ট।
অন্য সাইট থেকে কপি করে পোস্ট করে দিলেন। মনে করছেন হুম ব্লগার হয়ে গেলাম। তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। কপি পেস্ট করে সফল তো দূরের কথা, ১ টাকাও আয় করতে পারবেন কিনা সন্দেও আছে। আরে ভাই কপি পেস্ট লিখা তো গুগল দেখাবে না। তাহলে কপি করে কি লাভ??????
যাই হোক। যা লিখবেন নিজে লিখবেন। অন্য সাইট থেকে শিখুন, তারপর নিজের মতো করে লিখবেন।ইউনিক হয়ে যাবে।
আর হ্যাঁ পোস্ট লিখার সময় subheading,link , Quote এইসকল টোল ব্যাবহার করুন। আর পোস্ট ৩০০ ওয়ার্ড উপরে লিখুন। কারন ৩০০ ওয়ার্ড কে গুগল SEO ফ্রেন্ডলি হিসেবে নেয়।
তবে বেশি ভাল ভাল না একটি কথা আছে। যেন ১৫০০ ওয়ার্ড এর বেশি না হয় খেয়াল রাখবেন।
একটি ইমেজ ৩০০ ওয়ার্ড লিখার চেয়ে ভাল। প্রতিটি পোস্টের সাথে রিলেটেড ইমেজ ব্যাবহার করুন।এতে আপনার পোস্ট অনেক প্রোফেসনাল দেখাবে,ভিসিটর ফ্রেন্ডলি হবে।
নিজে ইমেজ বানাতে পারলে অনেক ভাল। আর যদি না পারেন গুগল থেকে ডাউনলোড করে নিজের ব্লগের নাম, লিংক ইত্যাদি যোগ করে দিন।
তবে একটা বিষয়, ইমেজ ব্যাবহার করে কোন লাভ নেই, যদি না seo optimize না করুন।
কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন দেখে নিন
আপনার পোস্ট SEO Friendly করতে URL stucture ছোট করে রাখুন। অনেক বড় url না দিয়ে ছোট করে দিন। আপনার কি ওয়ার্ড ছাড়া বাকিটুকু দরকার নেই।
কিভাবে SEO Friendly URL stucture করবেন নিচের পোস্ট দেখুন
আশা করি এখন থেকে SEO Friendly পোস্ট লিখতে পারবেন। এই টিপস ফলো করে ভাল মানের পোস্ট লিখতে থাকুন, আর seo করুন। আপনি সফল ব্লগার হবেন ইনশাল্লাহ !!
বর্তমানে ব্লগিং একটি অন্যতম সম্মানজনক উপায়, অনলাইনে আয় করার। তবে এটাও মাথায় রাখতে হবে, ব্লগিং সবচেয়ে সম্মানজনক এবং কঠিনতম কাজ।
বর্তমানে ব্লগ সাইট আর ব্লগারদের অভাব নেই, কিন্তু খুব কম সংখ্যক ব্লগার সফলতার মুখ দেখে। আমরা সবাই জানি যে, একটি ব্লগ সাইটের সাফল্য নির্ভর করে ব্লগের ট্রাফিক এর উপর। মানে হল একটি সাইটে যত বেশি ভিসিটর থাকবে সেটাকেই একটি সফল ব্লগ বলে।
তো ব্লগার ভাইয়ারা, আমরা তো সফল হওয়ার জন্যই ব্লগিং করছি নাকি? তাইতো আমরা মরিয়া হয়ে কাজ করছি, যেন বেশি বেশি ভিসিটর আসে।কারন বেশি ভিসিটর মানে, বেশি আয় তাই না????
আর এই ভিসিটর বাড়ানোর মূল হাতিয়ার হল SEO . SEO হচ্ছে এমন একটি প্রচেস, যা আপনার ব্লগে অনেক ট্রাফিক আনতে সাহায্য করে। তাই আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ SEO টিপস নিয়ে এলাম, যা আপনার ব্লগে ট্রাফিক বাড়াবেই। তাহলে চলুন
SEO Friendly পোস্ট
আপনারা হয়তো ভাবছেন পোস্ট তো পোস্ট আবার SEO Friendly পোস্ট কি?
seo friendly পোস্ট হল সেই পোস্ট, যা ভিসিটর ও সার্চ ইঞ্জিন friendly । আমরা ব্লগ সাইটে অনেক SEO এপ্লাই করি। কিন্তু যেটা সবচাইতে বেশি জরুরি ওইটার দিখে খেয়াল রাখি না।
আচ্ছা বলেন তো, একটি ব্লগের সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ উপাদান কি???? কন্টেন্ট, কন্টেন্ট হল ব্লগের একটি সওদা।
একটি বেবসা প্রতিষ্ঠানের পণ্য যেমন মূল উপাদান, তেমনি ব্লগের মূল উপাদান হল কন্টেন্ট মানে লিখা।
আপনার সাইট মানুষ কেন আসে? কন্টেন্ট পড়ার জন্য। তো আমরা যদি এই কন্টেন্টের দিখে খেয়াল না রাখি, তাহলে ব্লগিং এ বেশি দিন টিকতে পারবেন না। সকল পোস্ট SEO Friendly নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে SEO friendly পোস্ট লিখবেন।
SEO Friendly পোস্ট লিখার ৪ টি কিলার টিপস
১। আকর্ষণীয় পোস্ট টাইটেল
পোস্ট করার শুরুতে একটি আকর্ষণীয় পোস্ট টাইটেল দিন। আকর্ষণীয় বলতে, যেটা আপনার পাঠকদের নজর কারে। যেমনঃ- অনলাইনে আয় বিষয়ক ২ টি বই ডাউনলোড করুন
- আপনি কি অনলাইনে আয় করতে চান? ডাউনলোড করে নিন ২ টি বই।
আপনারা বলুন কোনটি আকর্ষণীয়। নিচ্চই ২ নং টা। আকর্ষণীয় পোস্ট টাইটেল অনেক উপকারী। যেমন ধরুন কেউ সার্চ দিল গুগলে।১ নং কি ওয়ার্ড দিয়ে, সে যদি ২ নং কি ওয়ার্ড টা পায় সে ওইটাতে ভিসিট করবে ১০০%। আপনি হলে কি করতেন?
যাই হোক আশা করি বুজতে পেরেছেন। তবে শধু আকর্ষণীয় পোস্ট টাইটেল দিলে হবে না। আপনার পোস্ট টাইটেলের মধ্যে আপনার টার্গেট কি ওয়ার্ড বসিয়ে দিতে হবে। যেমন এই পোস্ট টাইটেলে আমি ব্যাবহার করেছি - SEO Friendly, টিপস ।
seo ক্ষেত্রে কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। যারা কি ওয়ার্ড সম্পর্কে ধারনা নেই, এই পোস্ট দেখুন
কীভাবে কী ওয়ার্ড প্লানার ব্যাবহার করবেন ? SEO ক্ষেত্রে দারুন কাজের !!
২। ইউনিক পোস্ট
বর্তমানে হাজার হাজার ব্লগ আর ব্লগার দের অভাব নেই, যেটার অভাব সেটা হল ইউনিক কন্টেন্ট। ইউনিক পোস্ট মানে হল, কপি পেস্ট মুক্ত পোস্ট।
অন্য সাইট থেকে কপি করে পোস্ট করে দিলেন। মনে করছেন হুম ব্লগার হয়ে গেলাম। তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। কপি পেস্ট করে সফল তো দূরের কথা, ১ টাকাও আয় করতে পারবেন কিনা সন্দেও আছে। আরে ভাই কপি পেস্ট লিখা তো গুগল দেখাবে না। তাহলে কপি করে কি লাভ??????
যাই হোক। যা লিখবেন নিজে লিখবেন। অন্য সাইট থেকে শিখুন, তারপর নিজের মতো করে লিখবেন।ইউনিক হয়ে যাবে।
আর হ্যাঁ পোস্ট লিখার সময় subheading,link , Quote এইসকল টোল ব্যাবহার করুন। আর পোস্ট ৩০০ ওয়ার্ড উপরে লিখুন। কারন ৩০০ ওয়ার্ড কে গুগল SEO ফ্রেন্ডলি হিসেবে নেয়।
তবে বেশি ভাল ভাল না একটি কথা আছে। যেন ১৫০০ ওয়ার্ড এর বেশি না হয় খেয়াল রাখবেন।
৩। ইমেজ ব্যাবহার
একটি ইমেজ ৩০০ ওয়ার্ড লিখার চেয়ে ভাল। প্রতিটি পোস্টের সাথে রিলেটেড ইমেজ ব্যাবহার করুন।এতে আপনার পোস্ট অনেক প্রোফেসনাল দেখাবে,ভিসিটর ফ্রেন্ডলি হবে।
নিজে ইমেজ বানাতে পারলে অনেক ভাল। আর যদি না পারেন গুগল থেকে ডাউনলোড করে নিজের ব্লগের নাম, লিংক ইত্যাদি যোগ করে দিন।
তবে একটা বিষয়, ইমেজ ব্যাবহার করে কোন লাভ নেই, যদি না seo optimize না করুন।
কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন দেখে নিন
কিভাবে ব্লগার ব্লগের পোস্ট ফটোকে SEO ফ্রেন্ডলি করবেন !!
৪। SEO friendly URL structure
আপনার পোস্ট SEO Friendly করতে URL stucture ছোট করে রাখুন। অনেক বড় url না দিয়ে ছোট করে দিন। আপনার কি ওয়ার্ড ছাড়া বাকিটুকু দরকার নেই।
কিভাবে SEO Friendly URL stucture করবেন নিচের পোস্ট দেখুন
ব্লগার ব্লগে কাস্টম Permalink কিভাবে ব্যবহার করবেন ! SEO এর ক্ষেত্রে দারুন কাজের !!
আশা করি এখন থেকে SEO Friendly পোস্ট লিখতে পারবেন। এই টিপস ফলো করে ভাল মানের পোস্ট লিখতে থাকুন, আর seo করুন। আপনি সফল ব্লগার হবেন ইনশাল্লাহ !!
Tags
SEO
খুব ভালো টিপ্স।আমার ব্লগ www.toptips4bd.blogspot.com
উত্তরমুছুনধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
মুছুন